ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday, 1 June 2018

লাজুকলতা

লাজুকলতা
~মিজানুর রহমান মিজান

তোমায় নিয়ে প্রাণ সখা
করবো আমি রোজ দেখা
হৃদয় খোলে বলবো কথা।
বড় কষ্টে যায় দিনরজনী
পান আনলে চুন পাই না জানি
পেটে আগুন দারুন ব্যথা।।
অহর্নিশি ধৈর্য ধরি
সংকট চলি মোকাবিলা করি
থাক তুমি হয়ে নাইওর যথা।।
তুমি আমার আশা ভরসা
মুখ কালো দেখলে হারাই দিশা
লোকের নিন্দায় হই লাজুকলতা।।



No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি