ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Wednesday 3 October 2018

ঢেউ

ঢেউ
দিবাকর মন্ডল

আমার এই দুটো চোখ তোমার মনের কথা পড়ে ফেলেছে

যে কথার অক্ষরগুলো তুমি লিখেছিলে জলের গায়ে

চোখের পলক ফেলতে না ফেলতে ঢেউয়ে মিলিয়ে গেছে।

তোমার ছায়া পূর্ণিমার আলোয় আমার ছায়ার সঙ্গে মিশে গেছে।

একটুও টের পেলে না

এই নীরালায় নদীতীরে আমার সঙ্গে মিশবে বলে পাগলপারা

মোহময়ী রাত, জোনাকির আলো তোমার শরীরে ছড়িয়ে দিয়েছে অদ্ভুত স্পন্দন

মিলনের নেশায় কেমন মাতাল হয়ে উঠেছ

তাই এলোমেলো স্পর্শে হাতড়ে বেড়াচ্ছ আমাকে।

অথচ আমার ছায়া তোমার ছায়ার সঙ্গে মিশে আছে তীরে

যেখানে ঢেউ এসে অবিরাম দোলা দিচ্ছে

ছায়া দুটো ভাসছে

আর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে গভীর জলের দিকে।

সুদ আসল

সুদ আসল
~ইন্দ্রাণী ঘটক

হারিয়ে যেতে যেতে এক সময় জুতোর কোণায় পৌছে যায়
ধুলোর মতো মুছে ফেলে বাড়ি ফেরা

ফেসবুকে তরুণীর ছবিতে আদর, কিমবা
হোয়াট্সঅ্যাপে একটু কথা

সময় নিজের হিসেবের ঠিক
ভুলে ভরা বার্ধক্য যন্ত্রণা

গোলদারি খাতায় কাটাকুটি খেলা
আর খোলা পাতায় গোলদারি

ইন্দ্রাণী ঘটক

যখন আমি থাকব না

।।যখন আমি থাকবো না।।
~ দীপ্তি মৈত্র

যখন আমি থাকবোনা আর এইখানে
কণ্ঠ আমার থাকবে বেঁচে টেপ গানে।
সময়  পেলে শুনবে কথা প্রাণ ভরে,
দু' চার ফোঁটা অশ্রু বুঝি পড়বে ঝরে।
সোহাগ স্নেহের ওজনদাঁড়ি ব্যস্ত রবে
যখন আমি থাকবো না আর এই ভবে।
ব্যর্থ প্রাণের আবর্জনা রইবে পড়ে,
এদিক সেদিক অবিন্যস্ত শূন্য ঘরে।

তার জন্য


তার জন্য :
           - - - - - পাবকশুদ্ধা হাজরা দত্ত
----------------------------------

ওরা তোমাকে এত ভালোবাসে জেনে, তৃপ্তি হয় এবং অহংকারও।
এতজনের এতগুলো মন তুমি কত সুন্দর গুছিয়ে রাখতে পারো।

আমি তো একেই ভ্যাবাচ্যাকা খেয়ে যাই।
যদিও জানি না এক নাকি আধখানা...
তোমার মতো হতে তো আমিও চাই।
যদিও জানি, তা একদমই পারবো না।

তোমার মন তো ভীষণ রকম দৃঢ়...
এত ভালোবাসা.. তাও তো দিব্যি রয়।।
কি জাদুতে তুমি মন্ত্রমোহিত করো...
তোমায় দেখেই আমার কেমন হয়...।

আমি শাড়ি আর তুমিও পাঞ্জাবীতে
তবু জানি, তুমি দৃকপাত করবে না।
আমার প্রেমের ঘোরলাগা বিন্দিতে,
তোমার শাণিত যুক্তিরা থামবে না।

প্রয়োজন হলে কাছে ডেকে নাও তুমি...
সামলাতে বলো এক কিবা দুটো কাজ..
আমিতো তোমার সামনেতে থেকে দেখি,
তোমার অরুণ কিরণ স্বরূপ সাজ।।

ব্যালকনি জুড়ে রাত নেমে আসে গাঢ়
তোমার সে কাজে ভুলত্রুটি কিছু হলে...
ব্যর্থতা গুলো শোধরাতে থাকি আরও,
শুধু তোমাকে হাসতে দেখবো বলে।

ভালোবাসি কিনা জানি না গো সুন্দর...
আমি শুধু জানি, আমি অন্যের নয়।
তোমার মনের শতবিভাজন পরও
তোমাকে দেখেই আমার কেমন হয়।।

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি