ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Thursday, 14 June 2018

একলা আকাশ

একলা আকাশ
~মৃণালকান্তি মুখ্যার্জী

আমার একলা আকাশ নেই কোনো তারা,
আমার একলা আকাশ তোমায় ছাড়া দিশাহারা

আমারএকলা আকাশ জমাটি শুধু মেঘ
আমার একলা আকাশ ভরা শুধু উদ্বেগ,

আজ কল্পনার আকাশে উড়ে আসে ঝড়
অন্য কারোর সাথে তুমি বেঁধো নতুন ঘর _

হাওয়ায় আমি ভেসে চলি স্বপ্নের ডানায় করে ভর
আমার স্বপ্নের ক্ষীণ আলো অশতিপর

মাটির উপর বেঁধো তুমি এমন একটি ঘর,
আমার হাড় বজ্ৰ হয়ে নেবে সেই ঘর এর ভর ......।

No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি