ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Thursday 14 June 2018

ঘুমের অঙ্গীকার

ঘুমের অঙ্গীকার

~সুমন দাস, গবেষক বাংলা বিভাগ, বিশ্বভারতী।


অক্লান্ত পরিশ্রমে শ্রান্ত শরীর,

দ্বিধাগ্রস্ত মন এলোমেলো সব

গোধুলি লগ্নে ফিরে যেতে চাই

নরম ঘাসে পা মাড়িয়ে প্রতীক্ষিত গৃহে,

অথবা শ্রান্তির অবশেষ ঘুমের গভীরে;

যে ঘুম দিতে হলে ক্লান্তি থাকতেই হবে।

নিশ্ছিদ্র অন্ধকার গৃহে সেই ঘুম দরকার,

নিশ্চিন্তের ঘুম

অথবা

রাত বারোটার পর পুকুরপাড়ে গাছতলায়;

তিন পুরুষ বন্ধু মিলে,

চন্দ্রালোকিত রাতের অন্ধকারে

অথবা দিনের দুপুরে;

শীত চলে গেলেও সেই ঘুম দরকার।

দ্বিধাহীন মনে রমণীর নির্ভেজাল শরীর ছাড়াই

ক্লান্ত অভ্যস্ত তিনটি কর্দমাক্ত পুরুষের ঘুম।

যেমনভাবে শীত ঘুম দেয় ব্যাঙ

অন্ধকার গুমোট গহ্বরে তেমন ঘুম দিতে হবে

অন্য এক ভবিষ্যতের অঙ্গীকারে।





No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি