ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 22 June 2018

খুব ঝড় উঠেছে

খুব ঝড় উঠেছে
~ অনিন্দিতা দে 

                                           তৃষা ব্যালকনিতে কফির কাপ হাতে ঝড় উপভোগ করছে। অয়ন এসে ওকে জড়িয়ে ধরলো পিছন থেকে।"আজি ঝড়ের রাতে তোমার অভিসার"।                                  

অফিস ফেরত মানুষগুলো দোকানের শেড খুঁজছে। রাস্তার কুকুরগুলোর বড্ড কষ্ট।                                         

ট্রেনটা মাঝপথে থেমে আছে,লাইনে গন্ডগোল। যাত্রীরা বারবার ঘড়ি দেখছে,আজ বাড়ি ফিরতে পারবেতো?                                 

ছাদ থেকে জল পড়ছে,কারেন্ট অফ।অরিত্রের কাল মাধ্যমিক পরীক্ষা।দিনমজুর বাবার অনেক স্বপ্ন ওকে ঘিরে।                            

"যাক,গরমটা এবার কমবে,বাঁচা গেল!" বলে আবার কুসুমদোলা দেখতে মগ্ন হলো স্বপ্না কাকিমা।             

অর্ক একটা কবিতা লেখার চেষ্টা করছে। ঝড়,প্রেম,রোমান্স-ভাবনাটা আসছে,শব্দগুলো ঠিক আসছেনা।                                

মা পাখিটা একলা বসে কাঁদছে।ওর বাসাটা ভেঙে গেছে,সদ্য ডিমফুটে বেরোনো বাচ্চা দুটোকে বাঁচাতে পারলো না।                                            

ঝড় উঠেছে............                  

-------------------অনিন্দিতা দে

অরিজিত চট্টোপাধ্যায়ের দুটি কবিতা

১) গুলজারিশ
~অরিজিত চট্টোপাধ্যায়

নীলচে আকাশ
কী আর দেবে তোকে ?
বাড়াস হাত , নেশার উদ্রেকে
ঝাপসা চোখে বিষাদ ভালোবেসে
আমার বুকে , কান্নাকুসুম রাখিস ।

তোর গায়ে সব কবিতা ছুড়ে মারি
শব্দেরা সেই আগুন হয়ে জ্বলে
তোর কখনো শরীর জালা করে ?
নীরব কেন থাকিস
জ্বালার পরে শীতল নাভিদেশে
বৃষ্টি ভালোবাসিস ?

আমারও মেঘ দীর্ঘ বেলাশেষে
বর্ষা নামায় অলীক আক্রোশে .....

বৃষ্টিমাখা মন্দাকিনী নারী
ক্লান্ত পায়ে
তোর গায়ে সব কবিতা ছুড়ে মারি
নীরব কেন থাকিস ...

২) বৃষ্টিকথন

~অরিজিত চট্টোপাধ্যায়

এই বর্ষাতে চশমার অজুহাত
চোখের ভেতরে জমে থাকে কত ক্ষত ...
সেলফোন জুড়ে বেজে চলে মল্লার
ভিজে দুটো ঠোঁট এখনও অসংযত ।

জানলার পাশে এলোমেলো বসে থাকা -
খোলা চুল জুড়ে শ্রাবণ গড়িয়ে পড়ে ,
আলসেমি তোর বৃষ্টির চুপকথা
ভিজে যাওয়া মন শুকোয় বালিশ জুড়ে ।

আজও ছুটি হয় রেনি ডে তে ইস্কুল ?
রাস্তার জলে কাগুজে নৌকো চলে ?
শেডের নীচে বিপাশা আর মফিসুল
সব ভাষা ভুলে আদরের ভাষা বলে ?

নিশ্চয় বলে , বর্ষার দৌলতে ।
সাম্প্রদায়িক রোদ বাড়ে মাঠ জুড়ে
মেঘ করলে তবুও মানুষজন
বৃষ্টির সাথে প্রেমের কবিতা পড়ে ।

Arijit Chatterjee
N.S. Bose Road
Near Ananda Marg
Po- Dulmi Nadiha
Purulia - 723102

বৈয়াকরণ

বৈয়াকরণ
______________________
                  - সৌরভ বর্ধন

ঈশ্বর বানানের ঈ-কে দেখলে আমার
ভ্রু-নাচানো মেয়ের মতোন লাগে ;
আমি দ্রোণফুল ভেবে দাঁড়াশ চুষি -
সাবধানে স্বস্তি আসে আমার ঠোঁটে।

কয়েক ছটাক মসৃন হাহাকার
অথবা শুকনো গাছের ডাল
           রুগনো জলের ছোপ

জিগ্যেস করে -- " এতো মৃত্যু
কেন টাঙিয়ে রেখেছো মাটিতে?
আকাশে উড়তে দাও..............

যৌনাঙ্গের ভিড় কমে যাক মেয়েটির কাছে।

জাপটে ধরো আমার স্কেলিটন
দুমড়েমুচড়ে যাক সমস্ত ঋজুতার বৈয়াকরণ।

                     ____________

মূল্যবোধ

মূল্যবোধ
~সপ্তর্ষি বেরা

উদ্যানের মাঝে আলো করে ছিল যে ফুলটি, সে আজ কোথায়?
ছিঁড়েনিল কে বা কারা?
প্রশ্ন!  হাজারো  প্রশ্ন!
নিদারুন শক্তি যত আসে, কঠিন এ পাপ যায় খসে
হৃদয়ে মোচড় লাগে, বুক ফেটে সহসা ঝরে পড়ে
নিরুদ্ধ আবেগ।
এ কি বিবেক? এ কিসের মূল্যবোধ?
খুঁজতে খুঁজতে খোঁজা হলো শেষ......
লাশকাটা ঘরে শুয়ে আছে সভ্যতার বিবেক।

তার চেয়ে এসো, ইস্তাহারে আওয়াজ তুলি.....
নিষ্ঠুরতা ছেড়ে এসো পবিত্র উদ্যানে
মানবতা যেখানে থাকবে চিরন্তন।
        ***********

সপ্তর্ষি বেরা
গড়িয়া, কলকাতা- ৭০০১৫২

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি