ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 22 June 2018

খুব ঝড় উঠেছে

খুব ঝড় উঠেছে
~ অনিন্দিতা দে 

                                           তৃষা ব্যালকনিতে কফির কাপ হাতে ঝড় উপভোগ করছে। অয়ন এসে ওকে জড়িয়ে ধরলো পিছন থেকে।"আজি ঝড়ের রাতে তোমার অভিসার"।                                  

অফিস ফেরত মানুষগুলো দোকানের শেড খুঁজছে। রাস্তার কুকুরগুলোর বড্ড কষ্ট।                                         

ট্রেনটা মাঝপথে থেমে আছে,লাইনে গন্ডগোল। যাত্রীরা বারবার ঘড়ি দেখছে,আজ বাড়ি ফিরতে পারবেতো?                                 

ছাদ থেকে জল পড়ছে,কারেন্ট অফ।অরিত্রের কাল মাধ্যমিক পরীক্ষা।দিনমজুর বাবার অনেক স্বপ্ন ওকে ঘিরে।                            

"যাক,গরমটা এবার কমবে,বাঁচা গেল!" বলে আবার কুসুমদোলা দেখতে মগ্ন হলো স্বপ্না কাকিমা।             

অর্ক একটা কবিতা লেখার চেষ্টা করছে। ঝড়,প্রেম,রোমান্স-ভাবনাটা আসছে,শব্দগুলো ঠিক আসছেনা।                                

মা পাখিটা একলা বসে কাঁদছে।ওর বাসাটা ভেঙে গেছে,সদ্য ডিমফুটে বেরোনো বাচ্চা দুটোকে বাঁচাতে পারলো না।                                            

ঝড় উঠেছে............                  

-------------------অনিন্দিতা দে

No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি