ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 21 September 2018

সময় একটু আস্তে

সময় একটু আস্তে
~রবিউল ইসলাম মন্ডল

পৃথিবী থেমে নেই, থাকবেও না কোন দিন
বহমান ধারায় বয়ে চলেছে নিজের গতিতে।
আর্য , অনার্য , দ্রাবিড়,চীন,শক,হুন ,মুগল, পাঠান সময়ের কাছে মেনেছে হার ।
দানবের শক্তি নিয়ে অত‍্যাচরী শাসক হিংহাসনে বসে, তেজ দেখায় অহমিকার।
সময় নিঃশব্দে অট্টহাস‍্য করে !

কে কবে থেকে কতদিন রাজ‍্য পাঠ করেছে, যানে না নবপ্রজন্ম ,সবকিছু জানার প্রয়োজন ও নেই  ।
উদয় অস্ত সংগ্ৰামে যাদের প্রাণ পাখি
উড়ে যায়----- ।

হা, ধিক । ধিক ঐ অত্যাচারী মনুষ‍্যকে
যারা অবলা , অচলা,নিরীহ জাতীর উপর আক্রমন শানে !     জানে ?
সময়ের কালস্রোতে মিলিয়ে যাবে তাদের হৃতগৌরব ?

আগামী অপেক্ষারত । কাল হাত গুঁঁড়িয়ে দেওয়ার তরে।
প্রস্তুত অত‍্যাচারীর ঘরে ঘরে।
কিন্তু ওরা তো মান হুষ।
কে কবে শুনেছে মানুষ মানুষকে আক্রমন করে ?

যাদের লালসা পরসম্পদ করায়ত্ব করার ,
তারা শিক্ষা কি পেয়েছে মানবিকতার ?
ওহে "উলঙ্গ রাজা"র শিশু ,
আর একবার ঘুম ভেঙে "জাঠ কালাপাহাড়" কিম্বা ক্ষিপ্র হিংস্র হিংহের ন্যায়  ।         এসো---- ।

দাঁঁড়াও ঐ মানহারা মানবীর সম্মুখে,
একটু অভয় দাও ।
বলো আসছে তেড়ে সময়।
যে কাউকে তোয়াজ করে না,
ভয় পায় না কোন দূরবৃত্তের । 
তুলে ধরো ইতিহাসের অজানা  সত‍্যকে।

আর লন্ডভন্ড করো অত‍্যাচারীর
অশুভ শক্তিকে।    অপেক্ষায় -

হিংস্র গর্জনে এসো ধরনীতলে ।
সময়, তুমি একটু আস্তে চলো
দেখবো আমি কাজের ফাঁকে
বজ্র হানা ওদের বুকে।

সমর্পয়িতা

সমর্পয়িতা
~সুপ্রতিম রং

জীবন নামক জীবনমুখী চেতনার নৈশ্য জাগরণে
ঊষার লালচে অনুভূতির ঘর্মাক্ত হলদেটে গোধূলি,
আলো আঁধারির বৈপরীত্য অপবর্তনের বিবর্তন
সরল দোলকে তরঙ্গায়িত সূত্ররূপ আজ মানুষের মনন।
প্রচ্ছন্ন গুলো প্রকট করার প্রশান্তিমাখা আধুনিকতা
ডিসি- এসি বিদ্যুতের অভাবে হারিয়েছে পি এন গেট, হারিয়েছে ইলেকট্রনের চুম্বকতা।
রাদারফোর্ডের সূত্রাবলীর নশ্বর পর্যালোচনায়
ভারাক্রান্ত বোর, আইনস্টাইনের আপেক্ষিকতায়
ডাক্তার বা প্রকৌশলীই আজ সমাজের উলঙ্গ উন্মেষ।
ইঁদুর লড়াই এর স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে প্রথম আঁধার থেকে
পুনর্জন্মের গল্প যখন কুয়াশায় ঢাকা রেখে
প্রগাঢ় সভ্যতার গূঢ় বিষয়ের নৈসর্গিক আলোচনায়
মত্ত সমাজের প্রয়োজন নির্দিষ্ট বিলাস উদযাপন।
নিত্য ভক্তি, শিক্ষকের প্রতি নির্দিষ্ট প্রহরেই সমাপন।
বৃষ্টি মাখা ভালোবাসার শিলাবৃষ্টির শ্রদ্ধা ও সমর্পণ।
পদার্থ- বিজ্ঞানের সলিনয়েড কিংবা বৃষ্টি বিমুখ ভেক্টরের,
কোনবিন্যাসে কিংবা প্রাসের গতিপথের গতি হীন- সংজ্ঞা-
উন্মোচনের একনিষ্ঠ দ্বারস্থ আপনার প্রজ্ঞা।
সহস্রকোটি শিক্ষানবিশের বিষয় বন্ধকতা
        উত্থিতিকরনে ভারপ্রাপ্ত মহাপ্রাণে-
অষ্ট- অঙ্গে প্রণাম জানাই
       শিক্ষক দিবসের পুন্যক্ষনে।।
                            

   - সুপ্রতিম রং
ঠিকানা:
সুপ্রতিম রং
নারায়নপুর, তারকেশ্বর, হুগলী
ডাক: ৭১২৪১০

খুকুর নাচ

খুকুর নাচ
~বটু কৃষ্ণ হালদার

টাপুর টুপুর বৃষ্টি পড়ে পদ্ম পাতার গা 'য়
দু হাত তুলে নাচছে খুকু ভারী মজা পায়"
ভিজছে কাক,বক,শালিক নীড়ে পাখির ছানা
আয় ঝাঁপিয়ে বৃষ্টি ওরে ভিজতে নাই রে মানা"
জল টুপ টুপ পড়ছে ফোঁটা কলাপাতার গায়ে
রুনু ঝুনু বাজছে নূপুর খুকুর দুই টি পায়ে"
দূর নীলিমায় তাকিয়ে খুকুর দুঃখে ভরে মন
বৃষ্টি তুমি নাই বা গেলে থাকোনা সারাক্ষণ"
টুপ টুপ বৃষ্টি ধারা য় আবছা জানালার কাঁচ
আয় দেখে যা তোরা খুকুর বাঁধন হারা নাচ "

বটু কৃষ্ণ হাল দার
327/3 M. G ROAD
POST. R. C THAKURANI HARIDEV PUR
KABARDANGA MORE
KOLKATA. 700104


পায়ে জমেছে পথের ধুলো

পায়ে জমেছে পথের ধূলি
~নুরুল ইসলাম বাবুল

ক্রমশ বাড়ছে পায়ের ধূলি
ওই দূর গ্রামে আকাশ নেমেছে বলে;
শুনেছি মেঘেরা পাহাড়ে ঘুমায়
তারপর জলের স্রোতে ভাসায় নদী
নদীরা সমুদ্র ভালোবাসে খুব।
জানি না,
কী স্বপ্ন বুকে নিয়ে নেমেছে আকাশ
ওই দূর গ্রামে...
কেউ বলে, পেতে চায় মৃত্তিকার ঘ্রাণ
শুণ্যের মায়াজাল বলে কেউ কেউ
তাকায় ঝাপসা চোখে,
আমি শুধু ছুটে যাই পেছনে ফেলে
অন্তহীন পথ...
আহা! কখন নামবে আকাশ এই গাঁয়ে
পায়ে ঢের জমে গেছে পথের ধূলি।

বর্ষার হাসি

            বর্ষার হাসি
  ~  মোহাম্মদ ইমাদ উদ্দীন

বর্ষা নতুন সাজে সাজায় প্রকৃতির রং,
প্রকৃতিতে ফিরে আসে সজীবতা।
গ্রীষ্মের তাপে মাঠ-ঘাট ফেটে হয় চৌচির,
বর্ষায় ফিরে আসে সেই সজীবতা।
গাছে গাছে সবুজ পাতা,
আর নানা ফুলের সমারোহ।
জমিতে জমিতে ধান,
কৃষকের মুখে হাসির বান।
প্রকৃতি এক অপরূপ সৌন্দর্য গড়ে ওঠে,
আর মানব মনে বয়ে আনে আনন্দের জোয়ার।

মেয়ে- অনুকনা পান

মেয়ে
~ অনুকনা পান

এ এক অন্য গল্প
   মেয়ে থেকে নারী হওয়ার,
যে ভেজা চোখ মনে মনে স্বপ্ন তুলির দিত টান,
      আজ তা ধুয়ে গেছে আপোষের জলরঙে,
মেয়েবেলার পুতুল বিয়ের গল্প আসর
        আজ যৌবনের বাস্তব।।
বাবার সংশয়,মায়ের আহ্লাদ যার বড় হওয়ার রসদ
আজ সে প্রতিদিনের অবহেলা তেও ক্লান্ত হয়না।।
যে আঁচলে লুকিয়ে রাখত নিজের লজ্জা,সোহাগ,কষ্ট
সামান্য চাবুকের কালিমা ঢাকতেই তাতে পড়ছে টান
তবু সতীত্ব বাঁচাতে হয়,
বিছানায় আনাচে-কানাচে কুঞ্চিত চাদরের ভাঁজ
     তার সাক্ষী।।
তবে এটুকু জানে শরীরের মায়াবি নেশা আত্মার হাহাকারকে রোজ গ্রাস করে,
সমস্ত কাঙ্খিত অনুভূতি চুপিসাড়ে খুন হয় রোজ
এ এক অদ্ভুত পরিবর্তন
রোজ আরও পরিণত ভাবে নিজের অস্তিত্বের খুন
এ এক আজব মেয়ে থেকে নারী হওয়া।।
  

ঠিকানা-বেগড়ী,হাওড়া

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি