ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 21 September 2018

সময় একটু আস্তে

সময় একটু আস্তে
~রবিউল ইসলাম মন্ডল

পৃথিবী থেমে নেই, থাকবেও না কোন দিন
বহমান ধারায় বয়ে চলেছে নিজের গতিতে।
আর্য , অনার্য , দ্রাবিড়,চীন,শক,হুন ,মুগল, পাঠান সময়ের কাছে মেনেছে হার ।
দানবের শক্তি নিয়ে অত‍্যাচরী শাসক হিংহাসনে বসে, তেজ দেখায় অহমিকার।
সময় নিঃশব্দে অট্টহাস‍্য করে !

কে কবে থেকে কতদিন রাজ‍্য পাঠ করেছে, যানে না নবপ্রজন্ম ,সবকিছু জানার প্রয়োজন ও নেই  ।
উদয় অস্ত সংগ্ৰামে যাদের প্রাণ পাখি
উড়ে যায়----- ।

হা, ধিক । ধিক ঐ অত্যাচারী মনুষ‍্যকে
যারা অবলা , অচলা,নিরীহ জাতীর উপর আক্রমন শানে !     জানে ?
সময়ের কালস্রোতে মিলিয়ে যাবে তাদের হৃতগৌরব ?

আগামী অপেক্ষারত । কাল হাত গুঁঁড়িয়ে দেওয়ার তরে।
প্রস্তুত অত‍্যাচারীর ঘরে ঘরে।
কিন্তু ওরা তো মান হুষ।
কে কবে শুনেছে মানুষ মানুষকে আক্রমন করে ?

যাদের লালসা পরসম্পদ করায়ত্ব করার ,
তারা শিক্ষা কি পেয়েছে মানবিকতার ?
ওহে "উলঙ্গ রাজা"র শিশু ,
আর একবার ঘুম ভেঙে "জাঠ কালাপাহাড়" কিম্বা ক্ষিপ্র হিংস্র হিংহের ন্যায়  ।         এসো---- ।

দাঁঁড়াও ঐ মানহারা মানবীর সম্মুখে,
একটু অভয় দাও ।
বলো আসছে তেড়ে সময়।
যে কাউকে তোয়াজ করে না,
ভয় পায় না কোন দূরবৃত্তের । 
তুলে ধরো ইতিহাসের অজানা  সত‍্যকে।

আর লন্ডভন্ড করো অত‍্যাচারীর
অশুভ শক্তিকে।    অপেক্ষায় -

হিংস্র গর্জনে এসো ধরনীতলে ।
সময়, তুমি একটু আস্তে চলো
দেখবো আমি কাজের ফাঁকে
বজ্র হানা ওদের বুকে।

No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি