ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Saturday 9 June 2018

দেওয়াল

দেওয়াল
                    --- নন্দন

কাব্য-কবিতায় সাজছি ফের,
ফিরছি আমি আস্ত,,
তাকলাগা ঐ চিত্র বুকে,
তুমি কি খুব ব্যস্ত ??
এসি-র ঠান্ডা জমিয়ে দেয়,
তোমার সূর্য -শোষিত তাপ,,
তুমি ছাড়া অপূর্ণ অনেক,
ভোট জীবনের ধাপ।।
রাঙিয়ে দিলেই নতুন তুমি,
তোমাতেই ঝোলে স্মৃতি,,
তুমি হলে সুখের দেওয়াল,
অশ্বথামা ইতি।।

তুমি হয়তো জানো না

তুমি হয়তো জানো না

~আল আমিন শিবলী, ঢাকা কলেজ।

হে প্রিয় সাজনী
তুমি তবুও কী মুখে বলবে না
''আমি তোমাকে ভালোবাসি''
এটা হয়ত তোমার ভরসার আরেক নাম ছলনা!

তুমি হয়তো জানো না
আমি নিশ্বাসকে বিশ্বাস করি।
আমি কারো গুপ্তভাষা বুঝি না
বুঝি আমি মুখ প্রকাশের ভাষা।

তুমি হয়তো জানো না
আমি সহজ-সরল কথা পছন্দ করি
এদিক-সেদিক বাঁকা কথা বুঝি না।
আমি 'Future' কে 'ফুটোওয়ারী' বলি
উচ্চারণে 'ফিউচার' বলতে পারি না।

তুমি হয়তো জানো না
আমি নিভু নিভু প্রদীপের আলোও উপভোগ করতে পারি
কারো দেওয়া ভালোবাসার প্রদীপ নিভিয়ে দিতে পারি না।
আমি কারো অসত্যের আলোয় ছলনার হাসি হাসতে পারি না।
আমার প্রদীপের নিচে ঘোর অন্ধকার থাকলেও
সেটা আমি কাউকে বলি না।

তুমি হয়তো জানো না
আমি শাহজাহান-মমতাজের প্রেম পছন্দ করি।
লাইলী-মঞ্জু, চন্ডিদাস-রজকিনীর প্রেমে বিশ্বাসী,
তবে মিথ্যা মায়া, ছলনার প্রেম বিশ্বাস করি না।

তুমি হয়তো জানো না
প্রেম নিবেদনের আগে বৃষ্টির জলে ভিজা উচিত না।
বৃষ্টির জলে ভিজতে হয় প্রেম নিবেদনের পর
তাহলে প্রেম উপভোগটা খুব ভালো হয়।

তুমি হয়তো জানো না
ন্যায় হচ্ছে বন্ধুর প্রতি বন্ধুত্ব, শত্রুর প্রতি শত্রুতা
আর ভুল হলে শুধরে দেয়াটা হলো 'ভালোবাসা'।
আমার ভুলগুলো তুমি এখনও শুধরে দিলে না
কী ছিল আমার ভুল-কেন শুধু শুধু করলে শুত্রুতা!

তুমি হয়তো জানো না
কাউকে নিষ্ঠুর-পাষাণ ঠিক তখনই বলা যায়।
যখন কারো দেয়া আঘাতে ক্ষত-বিক্ষত হতে হয়,
তার আগে এমনটা বলা বড্ড বড় বেআইনি।

তুমি হয়তো জানো না
একচেটিয়াভাবে তুমি শুধু আমার প্রেম।
তাই তো আমার কানে লেগে থাকা
তোমার সুরগুলো ধুয়ে নিতে চায় যে বৃষ্টি
সে বৃষ্টিকে আমি প্রেমান্ধ বলে ডাকি।

তুমি হয়তো জানো না
আমি তোমাকে এখনও বড্ড ভালোবাসি,
রোজ রাতে তোমার ছবিগুলো দেখে দেখে ঘুমাই।
রাস্তা-ঘাটে, গাড়ীতে যখন আমি থাকি,
মানিব্যাগ থেকে তোমার ছবিখানা বের করে আমি দেখি।

অবশেষে তোমায় বলি,
ভুলে গেছি তোমার দেয়া আঘাতগুলো
ভুলে গেছি অতীতের ভুলভ্রান্তিগুলো।
ছড়িয়ে দিয়েছি ভালোবাসা রাতের মতো গাঢ়,
ইচ্ছে হলে তুমি আমায় সত্যিকারে ভালোবাসতে পারো!

ধ্বংসহীন

*ধ্বংসহীন*
         *বরুন কুমার আড়ী*

একটা ঝড় উঠেছে
মনের কোণে..
ভাঙতে চাইছে সব হয়তো তছনছ ও..
চাই না তো
আবার তছনছ টাকে হয়তো চাইও..
ওর গ্রাসে পড়া তো ভাগ্য..
ভাগ্যবান...
সবথেকে বেশী কিছু পাওয়া তার..

      তোমার আরাধনা করি
      প্রলয়... উন্মাদ... ধ্বংস
      নদী তুমি তো ভাঙছো অবিরত..
বলি ভুমি আর ভেঙো না..
মানুষ তার ঘর হারাবে..
আমায় ভাঙো...
ওরা বাঁচবে.
            
ধ্বংস, সবাই বলে তুমি কঠিন
সে তো মিথ্যে...
তোমাকে কেউ বোঝে না...
      তোমার আরাধনা করি!

জীবন যাপন

জীবন যাপণ
                              রাণা চ্যাটার্জী

আড়াইশো গ্রাম ভালোবাসা,পাঁচশো স্নেহ,
                  আর তিনশো বিশ্বাস কিনে সবগুলো মিশিয়ে,রোজ সকালে এক চামচ সেবন ।
নইলে , টিকে থাকা বড়ো দায় এই কাঁচ ঘেরা রুদ্ধ
                     দ্বার পৃথিবীর বৃত্তিয় ময়দানে !
মনের মধ্যে কার্বন মনোক্সাইড প্রলেপ আঁচড়,
স্বার্থপরতার পোস্টারে ছয়লাপ বাতিস্তম্ভ।
আধুনিক  শিক্ষায় উন্নত নাগরিক মন, তবুও কেবল নিজের জন্য ভাবনার গভীরে ডুব সাঁতার!
একাকি রাত ডিগবাজি খায় গ্যাজেট ল্যাপিতে।
রাস্তায় অসহায় মানুষের পাশ দিয়ে নাকে রুমাল চাপা অতিক্রম, বড়ো গা সওয়া এ শহরের ।
কিডনি চক্রের ছায়া মানবের ফুটপাথ দাপাদাপি,
তবু খাসা বাঁচা  মুখোশ দুনিয়ায় কাঠপুতুল হয়ে ।

অভিজীত মান্নার কবিতা

অন্য আবেশ
--------------------
বুনো ঘাসেদের ভিড়ে ঢল নামে জ্যোৎস্নাদের ।
অভিনব আয়োজনে হাতপাতি নিমেষে ।
তুমি উল্টো পথে হাঁটো কেন ?
বিষন্নতার অ ঙ্ক ভুলে
পরিচিত অন্ধকার ভেঙে
মুখ ফেরাও এ মাঠে ।
অনুভবে জড়াও অন্যআবেশ ।
--------------------------

গোলাপ চারা কই
------------------------
অনুযোগ স্তম্ভ আড়াআড়ি দাঁড়িয়ে
প্রসারী চিন্তা বলে এড়িয়ে যাও
পশ্চিমী হাওয়ায় সংগ্রাম এখনো বাকি
কুয়াশারা আজ বড্ড বেহদ্দ ।
জোনাকিটাও সরে যাবে বিরক্তি স্বরেই ।
আমার অরন্যে গোলাপ চারা কই ?
--------------------------
কাছে টানো
----------------
এতোটা মেঘগর্জন দরকার ছিলো না
বিরুদ্ধ কথালাপ । ভারী বাতাস ।
তোমার সত্তায় নরম পাপড়িদল ।
ঐ নিঃশ্বাসে কি ঝরে পড়ার মতো ?
এবার সুশান্ত ছায়ায় বসো  ।
হৃদয়ের আবেদনে মিশুক শান্তবিকেল । 
----------------------
     বীর
   ----------
কতজনই বা গলা মেলায় ?
একজন কিন্তু বলছে
শতাব্দীর কলঙ্কের কথা ।
রংচটা প্রহরের মিথ্যারাজ
নির্বিকার । ঘুমায় জনতা শ্বাস । রঙিন চিরুনি ;বাহারি আলোয়
ফাঁপা প্রগতিভীত ।
স্বপ্নের পাল্কি ডান্ডাহীন ।
দেখান্তি ফানুস নেমে আসে দ্রুত ।
ডামাডোলময় অস্থিরতা ।
বলেই গেল সামিল হলো কারা ?
----------------------__
   অভিজিৎ মান্না
দক্ষিনরবীন্দ্রপল্লী
আরামবাগ
হুগলি
পিন -712601

বিদায়লগ্ন

বিদায়লগ্ন
~সুকমল দালাল

যেতে হবে সুদূর প্রান্তে...
তাই থাকতে চাইলেও থাকা হয় না।
সময়ের প্রচ্ছদপটে --
শুধুই মান -অভিমানের খেলা খেলেছি ,
আর হেঁটেছি একসাথে এতদিন ধরে।
প্রতীক্ষা প্রহরে নবীনদের মুচকি হাসি
এখন কি যাবার সময় ?
স্নেহ, মায়া, মমতা জড়ানো অঙ্কের হিসেবটা
আজ যেন বেহিসেবি মনে হয়।
সময়ের দিনলিপি ঠিক একদিন,
লেখা হয়ে যাবে ছবিকথায়।
বিদায়লগ্নে সুখ - দুঃখের স্মৃতিগুলি
ক্রমাগত বয়ে যায় তির্যক স্রোতধারায়।

Monday 4 June 2018

কাব্যকল্পদ্রুম ব্লগে লেখা পাঠান

#লেখা_আহ্বান
(৭ম সপ্তাহ)
সাপ্তাহিক ব্লগ 'কাব্যকল্পদ্রুমে' লেখা পাঠানোর নিয়মাবলি:-

১) কবিতা, লিমেরিক, ছড়া, অনুকবিতা, অনুগল্প,মুক্তগদ্য,প্রবন্ধ,  গুচ্ছকবিতা পাঠান (লাইন ও শব্দ  সীমা নেই)।অবশ্যই মেল বডি টাইপ করে। ইমেজ বা Doc ফর্মাট গ্রাহ্য নয়।
লেখা মেইল করুন kkdroom@gmail.com ও হোয়াটস্অ্যাপ নাম্বারে 8250639869
২)কোনো বিষয়ভিত্তিক নয়। কমপক্ষে তিনটি লেখা পাঠান। লেখার সাথে নাম, ঠিকানা ও নিজের ছবি অবশ্যই পাঠাবেন।
৩)সপ্তাহের সেরা একজন লেখকের লেখা কবিতা কাব্যকল্পদ্রুমের 'পুজো সংখ্যায়' তা প্রকাশিত হবে।
৪)লেখা পাঠিয়ে অবশ্যই অপেক্ষা করুন।এডমিনরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে।লেখা মনোনীত হলে মেল পাবেন এবং তা কাব্যকল্পদ্রুমের পেজ ও গ্রুপে ঘোষণা হবে।
৫) প্রেরিত লেখা যে কোনো সপ্তাহের ব্লগে প্রকাশিত হতে পারে।

♦উপরিউক্ত নিয়ম গুলো নিয়ে কোনো সমস্যা থাকলে আমাদের পেজের ইনবক্সে ও হোয়াটসঅ্যাপে জানান।
♦পেজ__ https://m.facebook.com/kkdroomblog
♦ব্লগ __http://kkdroom18.blogspot.in/?m=0
♦গ্রুপ_ https://www.facebook.com/groups/202290883892982/


সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি