ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Saturday 9 June 2018

অভিজীত মান্নার কবিতা

অন্য আবেশ
--------------------
বুনো ঘাসেদের ভিড়ে ঢল নামে জ্যোৎস্নাদের ।
অভিনব আয়োজনে হাতপাতি নিমেষে ।
তুমি উল্টো পথে হাঁটো কেন ?
বিষন্নতার অ ঙ্ক ভুলে
পরিচিত অন্ধকার ভেঙে
মুখ ফেরাও এ মাঠে ।
অনুভবে জড়াও অন্যআবেশ ।
--------------------------

গোলাপ চারা কই
------------------------
অনুযোগ স্তম্ভ আড়াআড়ি দাঁড়িয়ে
প্রসারী চিন্তা বলে এড়িয়ে যাও
পশ্চিমী হাওয়ায় সংগ্রাম এখনো বাকি
কুয়াশারা আজ বড্ড বেহদ্দ ।
জোনাকিটাও সরে যাবে বিরক্তি স্বরেই ।
আমার অরন্যে গোলাপ চারা কই ?
--------------------------
কাছে টানো
----------------
এতোটা মেঘগর্জন দরকার ছিলো না
বিরুদ্ধ কথালাপ । ভারী বাতাস ।
তোমার সত্তায় নরম পাপড়িদল ।
ঐ নিঃশ্বাসে কি ঝরে পড়ার মতো ?
এবার সুশান্ত ছায়ায় বসো  ।
হৃদয়ের আবেদনে মিশুক শান্তবিকেল । 
----------------------
     বীর
   ----------
কতজনই বা গলা মেলায় ?
একজন কিন্তু বলছে
শতাব্দীর কলঙ্কের কথা ।
রংচটা প্রহরের মিথ্যারাজ
নির্বিকার । ঘুমায় জনতা শ্বাস । রঙিন চিরুনি ;বাহারি আলোয়
ফাঁপা প্রগতিভীত ।
স্বপ্নের পাল্কি ডান্ডাহীন ।
দেখান্তি ফানুস নেমে আসে দ্রুত ।
ডামাডোলময় অস্থিরতা ।
বলেই গেল সামিল হলো কারা ?
----------------------__
   অভিজিৎ মান্না
দক্ষিনরবীন্দ্রপল্লী
আরামবাগ
হুগলি
পিন -712601

No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি