ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 21 September 2018

সমর্পয়িতা

সমর্পয়িতা
~সুপ্রতিম রং

জীবন নামক জীবনমুখী চেতনার নৈশ্য জাগরণে
ঊষার লালচে অনুভূতির ঘর্মাক্ত হলদেটে গোধূলি,
আলো আঁধারির বৈপরীত্য অপবর্তনের বিবর্তন
সরল দোলকে তরঙ্গায়িত সূত্ররূপ আজ মানুষের মনন।
প্রচ্ছন্ন গুলো প্রকট করার প্রশান্তিমাখা আধুনিকতা
ডিসি- এসি বিদ্যুতের অভাবে হারিয়েছে পি এন গেট, হারিয়েছে ইলেকট্রনের চুম্বকতা।
রাদারফোর্ডের সূত্রাবলীর নশ্বর পর্যালোচনায়
ভারাক্রান্ত বোর, আইনস্টাইনের আপেক্ষিকতায়
ডাক্তার বা প্রকৌশলীই আজ সমাজের উলঙ্গ উন্মেষ।
ইঁদুর লড়াই এর স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে প্রথম আঁধার থেকে
পুনর্জন্মের গল্প যখন কুয়াশায় ঢাকা রেখে
প্রগাঢ় সভ্যতার গূঢ় বিষয়ের নৈসর্গিক আলোচনায়
মত্ত সমাজের প্রয়োজন নির্দিষ্ট বিলাস উদযাপন।
নিত্য ভক্তি, শিক্ষকের প্রতি নির্দিষ্ট প্রহরেই সমাপন।
বৃষ্টি মাখা ভালোবাসার শিলাবৃষ্টির শ্রদ্ধা ও সমর্পণ।
পদার্থ- বিজ্ঞানের সলিনয়েড কিংবা বৃষ্টি বিমুখ ভেক্টরের,
কোনবিন্যাসে কিংবা প্রাসের গতিপথের গতি হীন- সংজ্ঞা-
উন্মোচনের একনিষ্ঠ দ্বারস্থ আপনার প্রজ্ঞা।
সহস্রকোটি শিক্ষানবিশের বিষয় বন্ধকতা
        উত্থিতিকরনে ভারপ্রাপ্ত মহাপ্রাণে-
অষ্ট- অঙ্গে প্রণাম জানাই
       শিক্ষক দিবসের পুন্যক্ষনে।।
                            

   - সুপ্রতিম রং
ঠিকানা:
সুপ্রতিম রং
নারায়নপুর, তারকেশ্বর, হুগলী
ডাক: ৭১২৪১০

No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি