ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 21 September 2018

পায়ে জমেছে পথের ধুলো

পায়ে জমেছে পথের ধূলি
~নুরুল ইসলাম বাবুল

ক্রমশ বাড়ছে পায়ের ধূলি
ওই দূর গ্রামে আকাশ নেমেছে বলে;
শুনেছি মেঘেরা পাহাড়ে ঘুমায়
তারপর জলের স্রোতে ভাসায় নদী
নদীরা সমুদ্র ভালোবাসে খুব।
জানি না,
কী স্বপ্ন বুকে নিয়ে নেমেছে আকাশ
ওই দূর গ্রামে...
কেউ বলে, পেতে চায় মৃত্তিকার ঘ্রাণ
শুণ্যের মায়াজাল বলে কেউ কেউ
তাকায় ঝাপসা চোখে,
আমি শুধু ছুটে যাই পেছনে ফেলে
অন্তহীন পথ...
আহা! কখন নামবে আকাশ এই গাঁয়ে
পায়ে ঢের জমে গেছে পথের ধূলি।

No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি