ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 21 September 2018

খুকুর নাচ

খুকুর নাচ
~বটু কৃষ্ণ হালদার

টাপুর টুপুর বৃষ্টি পড়ে পদ্ম পাতার গা 'য়
দু হাত তুলে নাচছে খুকু ভারী মজা পায়"
ভিজছে কাক,বক,শালিক নীড়ে পাখির ছানা
আয় ঝাঁপিয়ে বৃষ্টি ওরে ভিজতে নাই রে মানা"
জল টুপ টুপ পড়ছে ফোঁটা কলাপাতার গায়ে
রুনু ঝুনু বাজছে নূপুর খুকুর দুই টি পায়ে"
দূর নীলিমায় তাকিয়ে খুকুর দুঃখে ভরে মন
বৃষ্টি তুমি নাই বা গেলে থাকোনা সারাক্ষণ"
টুপ টুপ বৃষ্টি ধারা য় আবছা জানালার কাঁচ
আয় দেখে যা তোরা খুকুর বাঁধন হারা নাচ "

বটু কৃষ্ণ হাল দার
327/3 M. G ROAD
POST. R. C THAKURANI HARIDEV PUR
KABARDANGA MORE
KOLKATA. 700104


No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি