আমার অন্ধকার
~সৌরভ ঘোষ
নিঃসঙ্গতার হাত ধরে..
অন্ধকার গলিপথ বেয়ে যখন হাঁটি-
উতলা বাতাসের এলোমেলো ছুটোছুটি,
পুরানো বাড়িগুলোর ফিসফাস,হাসাহাসি
অনুভব করি.......
নর্দমার পচা গন্ধের বাধা কাটিয়ে-
পা রাখি গলিপথ থেকে রাজপথে।
কানে শিস দিয়ে যায় মুক্ত বাতাস,
দূর থেকে ভেসে আসে ঢাকের আওয়াজ,
আলোর রেখা ধরে এগিয়ে দেখি-
বটের নকল ঝুরিতে সাজানো অভিনব থিম,
ফেলে আসা বেতো গলি.....
আটপৌরে সাদা কাপড়ে শুক্ল অসুরদলনী।
কৃত্রিম ঝিঁঝিঁর ডাক পেরিয়ে-
বিমূঢ় আলোর পিছনে,
খুঁজে পাই স্বস্তি, আমার ব্রাত্য বস্তি.............
খুব ভালো লাগল ।
ReplyDeleteখুব ভালো লাগল ।
ReplyDelete