ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday, 1 June 2018

সারারাত আড্ডা

সারারাত আড্ডা
~অমিত পাটোয়ারি

পথে পথে ঘুরলাম সারারাত
আউড়িয়ে সুনীল ও ভিনসেন্ট
ব'সলো চাঁদের হাটে ক্যাম্পেন
ঝোপঝাড় এখানেও ম'জে খুব
নীলচে আলো কিছু জ্বলছে
কারও প্রেম, কারও কিছু রাগ গলছে
কিছুদূরে আমরাও ব'সলাম
মাটিমুড়ে শালপাতা বিছানা
অভিমান কার তাও অজানা !
আলোচনা জমেছিল সারারাত
বিনিময়ে হৃদ্যতা প্রাঞ্জল
ভিনসেন্ট আঁকলেন অবিকল।


No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি