ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday, 1 June 2018

আবার ফিরে লড়তে রাজী

আবার ফিরে লড়তে রাজি
~রাতুল মন্ডল
জানিনা কোন দধিচির তপস্যায় তৈরি তোমার মন,
সমাজের কাছে যখন আমি পরিত্যায্য, পরিস্থিতি যখন আমার দুর্বলতার সুযোগ নিতে ব্যাস্ত,বাস্তবতা যখন প্রিয়জন কেড়ে নেয়,সময় যখন মানুষ চেনায়,জীবন যখন চ্যালেঞ্জ করে,লড়াই যখন কোণ খুজে নেয়,শরীর যখন একলা ঘরে অন্ধকারকে সঙ্গী করে,চোখের কোণে বাষ্প জমে নিসঙ্গতা মরণ টানে,
হঠাত্ তখন চমকে উঠি,রিসিভ করি বাবার ফোন.
আবার সাপোর্ট,আবার সীটি,আঙ্গুল ধরে লড়তে শিখি.
সঙ্গ তোমার সব ভুলিয়ে,আমায় আবার জন্ম দেয়. ।

No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি