দেওয়াল
~জয়িতা ভট্টাচার্য
অনেকটা সময় ঘুমিয়ে কাটিয়ে দিই
কিছুটা হেঁটে বা অকারণ বাক্যগঠনে
বেশ কিছু সময় খেলনাবাটি চরুই
বাসায়......
তারপরেও বেঁচে যায় অগুন্তি মুহূর্ত
ঘন্টা মিনিট সেকেন্ডের সারিবদ্ধ মিছিল ।
সেসব সময় কাজে লাগাই দেওয়াল গেঁথে
কাঁচের অথবা পাথরের ।মাটি বা ইঁটের দেওয়াল
ঘঁেষাঘেঁষি জড়াজড়ি লুটোনো
দোটানার মাঝে তুলে দিতে থাকি পাঁচিল ।
সম্পর্কের মাঝে স্বচ্ছ দেওয়াল।তারপরে
ঘন্টা বেজে গেলে ,শেষবার
চোখ ফিরিয়ে দেখে নিতে চাই
আমরা সত্যিই ঠিক ঠাক দূরত্বে
এসেছি কিনা ।
____জয়িতা ভট্টাচার্য
এটা বেশ লাগলো ।
ReplyDelete