১)
।।।মনের ক্যানভাস।।।
--সুপ্রিয় মন্ডল!!!
।।।মনের ক্যানভাস।।।
--সুপ্রিয় মন্ডল!!!
হাল্কা গরম ও হালকা শীতের উষ্ণতায়
গুটিয়ে আছে আমার শরীর,,,
পাশবালিশের মাঝে রেখে
যাওয়া আমার কাঁচা ঘুম,
খালি পায়ে আবছা ভোরবেলা,
এঁকে দিয়ে যায় কত চিহ্ন,
সব কারসাজি ওই ভোরের নদীর!!
তারই মাঝে হঠাৎ আদুরে রোদের
লীলাখেলা দেখানোর ধুম!
গুটিয়ে আছে আমার শরীর,,,
পাশবালিশের মাঝে রেখে
যাওয়া আমার কাঁচা ঘুম,
খালি পায়ে আবছা ভোরবেলা,
এঁকে দিয়ে যায় কত চিহ্ন,
সব কারসাজি ওই ভোরের নদীর!!
তারই মাঝে হঠাৎ আদুরে রোদের
লীলাখেলা দেখানোর ধুম!
দূরের আকাশটা আজ
নীলিমা ধূসরে নিলীন,
বালির মধ্যে হাতড়ে বেড়াই
চোরাবালির অপূর্ব স্মৃতি,
আমার ডায়েরীর রঙ্গিন পাতায়
আঁকা কিছু ছবির মলিন,,
আঁখি বুজলেই তোমার
এক হালকা উপস্হিতি।।।
নীলিমা ধূসরে নিলীন,
বালির মধ্যে হাতড়ে বেড়াই
চোরাবালির অপূর্ব স্মৃতি,
আমার ডায়েরীর রঙ্গিন পাতায়
আঁকা কিছু ছবির মলিন,,
আঁখি বুজলেই তোমার
এক হালকা উপস্হিতি।।।
পুরানো স্মৃতি গুলো আজ
মন কঁরে কুঁরে খেয়ে যাচ্ছে
আমার শরীরের নরম মাংসলপিন্ড,
হয়তো আজ অসম্পূর্ণ সকালটা
শুধু তোমাকেএ ভাবাচ্ছে।
ভেবেও কোনো আত্মি মিটছে না,
ঘন ঘন দীর্ঘশ্বাস দিধাদিন্ড!
হয়তো বা তোমার অনুপস্থিতি মনের
ক্যানভাসটা আরো জীবন্ত করাচ্ছে।
মন কঁরে কুঁরে খেয়ে যাচ্ছে
আমার শরীরের নরম মাংসলপিন্ড,
হয়তো আজ অসম্পূর্ণ সকালটা
শুধু তোমাকেএ ভাবাচ্ছে।
ভেবেও কোনো আত্মি মিটছে না,
ঘন ঘন দীর্ঘশ্বাস দিধাদিন্ড!
হয়তো বা তোমার অনুপস্থিতি মনের
ক্যানভাসটা আরো জীবন্ত করাচ্ছে।
2)
$।।।গোলাপের প্রেমে।।।$
----সুপ্রিয় মন্ডল!!!
$।।।গোলাপের প্রেমে।।।$
----সুপ্রিয় মন্ডল!!!
গোলাপ চারায় জল দিতে এসে
মনে হলো তোমাকে দিলাম;
মুখখানা আঁজলা করে তাকিয়ে
রইছো তুমি, মুখে সেই মিষ্টি হাঁসি।
বুভুক্ষের মতো তোমার ওই
মিষ্টি হাঁসিখানি গিললাম;
ফুটে ওঠে গোলাপের কুঁড়ি,
আমিও তার ফুটন্ত রূপ দিতে
প্রতিনিয়ত তার কাছে আসি।।
মনে হলো তোমাকে দিলাম;
মুখখানা আঁজলা করে তাকিয়ে
রইছো তুমি, মুখে সেই মিষ্টি হাঁসি।
বুভুক্ষের মতো তোমার ওই
মিষ্টি হাঁসিখানি গিললাম;
ফুটে ওঠে গোলাপের কুঁড়ি,
আমিও তার ফুটন্ত রূপ দিতে
প্রতিনিয়ত তার কাছে আসি।।
মুঠো ভরে জল নিয়ে; গোলাপ
চারার টব-এর প্রান্ত ঘুরে মরি।
মেঘ করে এসেছে আজ, ভয় লাগে
এই বুঝি তোমায় যাবে নিয়ে;
কান্নাভেজা বুকে দু'হাতে
তোমায় আঁকড়ে ধরি।।
চারার টব-এর প্রান্ত ঘুরে মরি।
মেঘ করে এসেছে আজ, ভয় লাগে
এই বুঝি তোমায় যাবে নিয়ে;
কান্নাভেজা বুকে দু'হাতে
তোমায় আঁকড়ে ধরি।।
তুমি যেওনা কোথাও আমায় ছেড়ে;
আমার বুকেও থাকো প্রানের গাছ হয়ে।
ফুটন্ত পাপড়ি ধরে আলগোছে
জল খেতে পাবো তোমায় ঘেরে;
ঠিক যেমন তোমার বাঁ-দিকের
তিলের পাশে চিবুকের ভেজা ঘাম
যেতো আমার ঠোঁট ছুঁয়ে।।
আমার বুকেও থাকো প্রানের গাছ হয়ে।
ফুটন্ত পাপড়ি ধরে আলগোছে
জল খেতে পাবো তোমায় ঘেরে;
ঠিক যেমন তোমার বাঁ-দিকের
তিলের পাশে চিবুকের ভেজা ঘাম
যেতো আমার ঠোঁট ছুঁয়ে।।
আমার গোলাপ চারার ফুটন্ত কচি
পাতা গুলো মজেছে সানন্দে আজোসারি;
স্বজন হারায় পাতায় পাতায় রুদ্ধবাক্।
তোমার চিবুক মনে করে ফুটন্ত
পাপড়ির আলগোছে জল খেতে গিয়ে
ভিজে যায় আমার খোঁচা দাড়ি;
ছুটে যাবো তোমার চিবুক মনে করে
যখন'ই লাগবে একঘেয়ে তোমার
দিয়ো আমায় হালকা ডাক।।।
পাতা গুলো মজেছে সানন্দে আজোসারি;
স্বজন হারায় পাতায় পাতায় রুদ্ধবাক্।
তোমার চিবুক মনে করে ফুটন্ত
পাপড়ির আলগোছে জল খেতে গিয়ে
ভিজে যায় আমার খোঁচা দাড়ি;
ছুটে যাবো তোমার চিবুক মনে করে
যখন'ই লাগবে একঘেয়ে তোমার
দিয়ো আমায় হালকা ডাক।।।
No comments:
Post a Comment