ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Thursday, 19 July 2018

সৃষ্টি

সৃষ্টি
ইন্দ্রাণী ঘটক


সকাল থেকে সর্বগ্রাসী সূর্যের আর্তনাদ
গ্রাস করছে টাটকা গোলাপ
এবার হরপ্পা নাকি মহেঞ্জোদাড়ো?
কন্নার বিষ ঝরে পড়ছে অসহায় মা এর বুক থেকে
কবরের ভেতরে ডানাকাটা নদী
সেই কবে মুখ লুকিয়েছিল
না দেখতে পেরে বস্ত্রহরণের পালা
এই দুর্যোগপূর্ণ রাতে কোনো এক সাধকের কলম বলে চলেছে
ধ্বংস হোক,ধ্বংস হোক,
সৃষ্টি হোক -হে ভগবান


No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি