ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Thursday 19 July 2018

কালো

কালো
~দেবারতি সাহা


চলেছি এগিয়ে  মৃত্যুর পথ বেয়ে জীবন 
যা ধূমকেতুর আলোয় সৃজন
কালো কিছু পথ; খোলা আকাশ
নীল এর পর কালো।
    জীবন  এ এগানোর পথ গুলো।
কাল পুরুষ  আমি, নয় লুব্ধক,
হাতে তরোবারি যুদ্ধ এর আবাহক।
জীবন এর পথে শুধু যুদ্ধ -
রক্তের রং লাল, আরও পরে কালো।
জমাট  বাধা স্মৃতি পাথরে, বেদনার কিছু আলো -
ঠিকরে চলে গেল; হিরার মত উজ্জল -
কিছু আনন্দ, কিছু চিত্র আর গভীর  বেদনায় আছে জলজল,
ভুলব কাকে কিছু গভীর  বেদনা না স্মৃতিকে,
সব রং  মিশেছে  আজ কালো  থেকে আর কালোতে।


1 comment:

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি