ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Thursday 19 July 2018

ক্ষুদ্র চোখে কত আশা (অণুগল্প)

। ক্ষুদে চোখে কত আশা।।
~অনিন্দিতা দে

সিগন্যালে গাড়ি দাঁড়ালেও আজকাল ছোটখাটো মেলা বসে যায়। সানগার্ড, গাড়ি মোছার ফুলঝাড়ু,বৃহন্নলা কি নেই! আমিও "ভদ্রমহিলা"দের মত কাঁচ তুলে বসে থাকি,কয়েকবার ঠকঠক করে হতাশ হয়ে চলে যায় মহারথীর দল!
সেদিনও হঠাৎ জানলার কাঁচে ঠকঠক,ওইপারে বছর দশেকের একটা শুকনো মুখ,হাতে রঙবেরঙের বেলুন!
-"একটা বেলুন নাও না দিদি,সারাদিন খাওয়া হয়নি!"
কি মনে হল, ড্রাইভারকে বললাম-"সাইড করুন দেখি,নামবো!"
-"কি নাম রে তোর?"
-"বাবলু"
-"স্কুলে যাস?"
-"ধুস,ওসব তো বড়োলোকরা যায়!"
-"স্কুলে গেলে তো মিড-ডে মিল খেতে পাবি!"
-"মালিক ছাড়বে না"
-"কে মালিক?"
ওদিক থেকে উত্তর নেই!
-"এদিকে আয়!"
এলো ভয়ে ভয়ে।
মিও আমোরেতে ওকে নিয়ে এসে বললাম-"বল কি খাবি?"
ওর চোখের সামনে তখন সাত রাজার ঐশ্বর্য!
-"আমি খাব?"
ওর চোখে মুখে বিস্ময়!
বার্গার আর কাজু বরফি খেলো,ওর চোখে আনন্দের ঝরণা উপচে পড়ছে তখন!
-"না দিদি,খালি হাতে গেলে হবে না,একটা বেলুন নিতেই হবে তোমাকে।"
সব দেখেশুনে সূয্যিমামাও খুশি হয়ে brightness টা একটু বাড়িয়ে দিল।
                        
অনিন্দিতা দে



No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি