ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Thursday 19 July 2018

পার্বতীর ব্যাকুলতা

পার্বতীর ব্যাকুলতা
~সৃজা রায়


হে প্রভু, নির্জন গহন অরন্যে আমি একা,
যোগীনি পার্বতীরে তুমি দাও একবার দেখা,
বাজাও একবার তোমার ওই প্রলয় বাদ্য;
মাল্য গেঁথেছি তোমার জন্য আমার যা সাধ্য।
জটাধারী দেবাদিদেব তুমি শুভশক্তির প্রতি,
জ্ঞানরূপে, তেজরূপে নিঃসৃত সেই জ্যোতি।
অম্লান বদনে গর্জনের আভাসের ভেলা,
এ কী মায়া তোমার,এ কী লীলাখেলা!
তন্ত্র, মন্ত্র, সাধনায় তুমি চন্দ্র তোমার সাথে,
ওই জটা থেকে নির্গত গঙ্গা-ভাগীরথী।
প্রনাম লহ মোর ওহে রুদ্র সন্ন্যাসী,
ভোলানাথ,মহেশ্বর ওগো সর্প গরল গ্রাসী।
একাধারে তুমিই মোর প্রানের প্রিয় স্বামী,
ক্ষত-বিক্ষত দেহ নিয়ে মোর,নৃত্য প্রলয়াগ্নি।
হও না তুমি শ্মশানবাসী, মাখ না ভস্ম ছাঁই,
পূনর্জন্মেও তোমায়  যেন পতিরূপেই পাই।

----------সৃজা রায়
গ্রাম+পোঃ-হাড়মাসড়া
জেলা -বাঁকুড়া
পিন নং-৭২২১৫২


2 comments:

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি