ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 29 June 2018

আস্থাহীনতা

"আস্থাহীনতা"
-------------------
রবিউল ইসলাম মন্ডল
ঢেউ , ফ্যানা, মাকড়সার জালে
আস্তা নেই
ওতো ক্ষণস্থায়ী তাসের ঘর ‌।
কৃত্রিমতায় ভরা
ভালবাসায় অনাস্তা
ওতো বালির বাধ।
ধস নামছে মনে ক্রমাগত
মানুষের চাটুলতায় ।
সৃষ্টির শ্রেষ্ট জীব
নিজ স্বার্থ পূরনের তরে
বানিয়েছে খেপনাস্ত্র,
পরমানু বোমা ।
নিক্ষেপ করছে নিরীহ মানুষের উপর। 
ইস !  হায়, হায় !
       এত বিবেকহীন ?
অবলা প্রাণীও আক্রমন করে
সে তো উদরের ক্ষুধা নিবৃতির তরে। 
ঈশান কোণে ঘন মেঘের ঘনঘটা
হৃদয় শূন্যতায় ভরা ।
কপোল ভাসিছে অশ্রু জলে
ঘরে ঘরে প্রস্তুত মানব সংগ্ৰামের তরে।
আজ এ শূন্য হৃদয়ে শুধু
আঘাত হানিছে বারবারি-
হিংসা যেদিন যাইবে দুনিয়া ছাড়ি
সব তরবারি হইবে সেদিন কাষ্ঠের তরবারি।
রবিউল ইসলাম মন্ডল
শিক্ষক,
ভবানীপুর, উত্তর 24 পরগনা,

No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি