ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 25 May 2018

উপলব্ধি

।। উপলব্ধি ।।
          - - - - - - - - - - - - - - 

আয় আজ আবার মানুষ হয়ে যাই।
রাজস্থানের তপ্ত উঠোন থেকে
দড়ি টাঙাই মেঘালয়ের মেঘের কালোয়।
সিরিয়া থেকে নিকারাগুয়া হয়ে
পথ এঁকে দি আইসল্যান্ডের শান্ত বরফে।
কাঁকুরে পথে কোমর জড়িয়ে হাঁটতে হাঁটতে
পলাশের লাল গুঁজে দি প্রেমিকার কালো চুলে।
কুমোরের মাটির মত নরম শিশুর হাসিকে
বুলিয়ে দি ফুটপাথের ওই বৃদ্ধার ঠোঁটে।
বিদ্যুতের তার দিয়ে ভালোবাসা ছুটিয়ে
আলো জ্বালিয়ে দি প্রত্যেকটি বাড়িতে ।
কংক্রিটের দেওয়ালের উপর পরম যত্নে
লেপে দিই খড়মাটির প্রলেপ ।
অন্ধকারে আরও কিছু হ্যারিকেন জ্বালিয়ে
টাঙিয়ে দি রাতের আকাশে ।
সেই আদিম যুগ থেকে জেগে আছি নিজের জন্য।
এখন একটু ঘুম ঘুম পাচ্ছে ।
অনেক দিন তো কাটালাম অমানুষের মত
এবার একটু একঘেঁয়ে লাগছে।

                      - - - - - - - - - বিকাশ রায়



No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি