ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 25 May 2018

মাসুদ বড়া 'র দুটি কবিতা

১)ধর্ষক কে?

রাতেরা চুপিচুপি কথা বলে
কান্নার সুর ওঠে,রক্ত ফিকে হয়ে যায়।
ওড়নার ফাঁসে টাটকা বিষদাঁতের কামড়,
আতঙ্কে গলিগুলোর চোখে ঘুম নেই
দিনের আলোয় তাদের মুখ ঢাকে মুখোশে
দিব্যি খবরে চোখ দিয়ে বলে “কি অদ্ভুত!”

(২)যৌনতার সুইসাইড

গিটারের কর্ড গুলো তোমার শরীরে
টুং টাং শব্দে একরাশ ব্যথা নিয়ে
খুব চেনা সুরে আলতো ছুঁয়ে যায়।
আবেগের ধোঁয়া মাথার উপর ঘূর্ণি খেয়ে ওঠে,
একটানা গুন গুন আওয়াজ
নেশাচ্ছন্ন প্রলাপে মালাবদলায় বাসী প্রেম
চাহনিতে জ্বলে ওঠে কামুক খড়ের স্তূপ
তীব্র মাথা ঘোরে,শরীরী “আমি” প্রাণ পায়
ইতস্তত যৌনতার স্রোত বাঁধ ভেঙে ছুটতে থাকে,
নিয়মিত ছেঁকা লাগে প্রতিটা অঙ্গে।
ঠোঁটের উষ্ণতা তবু অনেক পবিত্র,
চিনে ফেলে ধূর্ততা,মুখ গুঁজে কাঁদে
নেশা কেটে যায় সকাল বেলা।
শরীরী “আমি” হাসতে হাসতে ঘর ছাড়ে
আয়না লজ্জায় মুছে ফেলে ভিতরের রূপ
শরীরী “আমি” শঙ্কা জাগায় প্রতিনিয়ত,
অন্তর্বাসে ঢাকা থাকে চেতনার সুইসাইড নোট
মৃত্যুর পর প্রকাশ্যে কেঁদে ওঠো তুমি
শরীরী “আমি” হেঁটে চলি গিটার হাতে।

নাম:মাসুদ বড়া
ঠিকানা:হাটপুকুর, মেমারি,পূর্ব বর্ধমান
ফোন:8116844002


No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি