ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 25 May 2018

নিমন্ত্রণ

নিমন্ত্রণ
~ আমিনুর রহমান

ঘরময় অন্ধকার ও নিকোটিনের ধোয়া।আসিফের হাতে জ্বলন্ত cigarette‌।আসিফ কি যেন ভাবছে। হটাৎ কি মনেকরে সে মোবাইল ফোনটি ওয়ান করতেই ওয়াটস-অ্যাপে একগুচ্ছ এস,এম,এস জড়ো হল।সব এস,এম,এস গুলি রিয়া করছে।
" কি রে কোথায়?? তোকে call করে পেলাম নাহ??
তুই যদি না আসিস আর আমি কখনো কথা বলব না তোর সাথে??
Reply করছিস না কেন???..."
Notification বার শুধু এই টুকুই sms পড়া যায়।
রিয়ার সাথে তার ছোটবেলা থেকে তার বন্ধুত্ব।স্কুল,কলেজ,ইউনির্ভারসাটি সব এক সাথে।আজ তার বিয়ে। বিয়ে মানে তো খুব খশির ব্যাপার।কিন্তূ কোন এক অদ্ভুত কারনে আসিফের ভারি কষ্ট হচ্ছে।এই কষ্টের অনুভুতিটি সে প্রথম আবিস্কার করে যখন সোমা মুখে রিয়ার বিয়ে ঠিক হওয়া ব্যাপার টা জানতে পারে।আর তারপ‍র থেকে চক্রবৃদ্ধি হারে বাড়তেই থাকে।আসিফ  চেষ্টা করে যত সম্ভব  রিয়া কে এড়িয়ে যেতে,অভ্যাস পাল্টাতে।তেমন লাভ হয়নি কিন্তূ সে টের পেয়েছে ইংরেজি 'লাভ'এর গাঢ় অনুভুতি।
                                       
আমিনুর রহমান
সালার ,মুর্শিদাবাদ



No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি