ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 25 May 2018

আনিসুর রহমান খানের ছড়া ও কবিতা

১)আষাঢ় মাসে
~আনিসুর রহমান খান

বৃষ্টি পড়ে ঝনঝনা ঝন
বৃষ্টি পড়ে চালে
বৃষ্টি পড়ে ছন্দ তালে
বৃষ্টি গাছের ডালে।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
বৃষ্টি পড়ে মাঠে
বৃষ্টি পড়ে নূপুর পায়ে
বৃষ্টি পড়ে হাটে।
বৃষ্টি পড়ে মধুর সুরে
বৃষ্টি পড়ে ঠাটে
বৃষ্টি পড়ে পুকুর জলে
বৃষ্টি নদীর ঘাটে।
বৃষ্টি পড়ে অফিস পাড়ায়
বৃষ্টি পড়ে চোটে
বৃষ্টি পড়ে সোহাগ নিয়ে
বৃষ্টি সবার ঠোঁটে।
বৃষ্টি পড়ে প্রতি বছর
বৃষ্টি মাটির ঘাসে
বৃষ্টি পড়ে জনম জনম
বৃষ্টি আষাঢ় মাসে।
----------------------------------

২)সেই তুমি
~আনিসুর রহমান খান

তুমি এসেছ আকাশের সবকটি দরজা জানালা খুলে
এই অসম্ভব চৈত্রের দুপুরে -
নীলিমায় জ্বালিয়ে তারাদের আলো।
তুমি এসেছ অভিনব নতুন জাগরণে ;
একদিন তুমি ছিলে সাজ সজ্জাহিন ভোরের কচি রোদ।
তখন তোমার আঙুলগুলো মনে হতো
আমার আঙুল
তোমার জ্যোতির্ময় চোখ দুটো মনে হতো
আমারই চোখ।
আজ এই দুপুরের কছম
তোমাকে বুকের মধ্যে নিলে মনে হয় না
সেই তুমি
কপোলে চুমু খেলে মনে হয় না
সেই তুমি
সব যেনো হারিয়েছ কোনো ঘোর অন্ধকারে
তুমি আর সেই তুমি নেই।
-----------------------------------------------------------
আনিসুর রহমান খান
গীতিকারঃ বাংলাদেশ বেতার ও টেলিভিশন
আজাদ ভিলা, বাড়ি নং -৬৮১
ব্লক নং - আই, ওয়ার্ড নং - ০৮
পারিজাত, কোনাবাড়ি, গাজীপুর, বাংলাদেশ।


No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি