ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 29 June 2018

অনুভবে

অনুভবে
      ~  বরুন কুমার আড়ী


বিধ্বংসী মরুঝড়ের পরিশ্রান্ত দিনে,
   এঁকেছিলেম আবেগে
   আসবে তুমি নিঃশব্দে
ঝরে পড়া বকুলের শুন্য এ অঙ্গনে।
হঠাৎ যখন বৃষ্টি নামে,আবেগরা হয় কঠিন।
তোমারই পথে এ চোখ তবু, আসেনি আলাদীন।
বানভাসি এ মন যেন হারিয়ে ফেলে সুরকলি।
শরৎরুপে আসবে তুমি, আনবে প্রাতের অঞ্জলী।
কৃষ্ণপক্ষের যাতনা আর বোঝেনা অবুঝ মন,
তোমার দেশের আলোর বাতি দেয়নি অনুক্ষণ।
ত্রিতাল আর ভৈরবী রাগ বাজেনি কোনো সাঁঝে।
নিদ্রাবিহীন প্রশ্ন আমার,এ কোন 'ঋতুরাগে'..!


No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি