ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 29 June 2018

অসীম মালিকে'র দুটি কবিতা

১) নির্জন,পোড়োবাড়ি
  ~ অসীম মালিক

মেয়েটি একা থাকতে থাকতে হাড়ে-হাড়ে টের পেয়েছে ,
নির্জন ঘরটির নিদারুণ যন্ত্রণা ....
ছেলে টিউশন সেরে স্কুল চলে গেলে ,
রিডিংরুমটা চেয়ারে,টেবিলে ছড়িয়ে দেয় নির্জনতা ।
শোকেসে সাজানো পাঠ্যপুস্তকগুলি
                      যেন হোমটাস্ক খুলে বসে ।
ক্লান্ত মানুষটা যখন রাত ন 'টায় বাড়ি ফেরে ,
মেয়েটির একাকীত্ব ওষ্ঠ ছুঁতে চায় ;
জানলা তাকে চাঁদ দেখায়
              দরজা দেখায় অজস্র রাস্তা ...
                        মেয়েটি আজ নির্জনতার ভাষা ।
ঘরে অনেক কিছুই আছে ,
        কিন্তু কথা বলার মানুষ নেই ।
                 যেন মেয়েটির একাকীত্ব
                            আজ নির্জন ,পোড়োবাড়ি .....
নিংসঙ্গ মেয়েটি পড়েছে অনাবৃষ্টির শাড়ি ।
--------------------------------------------------------------------

২)খেলনাবাড়ি
   ~  অসীম মালিক

এয়ারগান থেকে গুলি এসে লেগেছে ,
খেলনাবাড়ির কয়েকজন ছেলেকে ।
আলতারাঙা রক্তে ভিজে গ্যাছে ---
খেলনাবাড়ির জামাকাপড় ,আসবাবপত্র....
ছেলেখেলা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে ---
রাজসভার মন্ত্রমুগ্ধ কবি ।
শোকপ্রস্তাব নিয়ে হাজির খেলনা বাড়ির রাজা ।
'বন্ধুগণ ,এয়ারগানের গুলিতে যারা নিহত হয়েছেন ,
তাদের জন্য আমরা দুঃখিত , আমরা ব্যথিত । এই পুতুলবাড়ির ছেলে খেলায় , যারা প্রিয়জনদের হারালেন । তাদের পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই । 
আমরা যা পারি তা হল , এককালীন ক্ষতিপূরণ ঘোষনা করে , স্বজনহারা শোকার্ত পরিবারের পাশে দাঁড়াতে চাই । '
নিষিদ্ধ সাংবাদিকের মগজ সেবন করে
আমি আঁচ পেয়েছি --
এই খেলনাবাড়ির ভিতর ঢুকে পড়েছে ---
আমার স্বপ্নে দেখা ভারত ।
খেলনাবাড়ির রাজসভায় আমিও তন্দ্রাচ্ছন্ন ,
ব্ন্ধু ,আদেও আমার ঘুম ভাঙবে কিনা জানিনা ।
কিন্তু ,ঘুম ভাঙাটা খুব জরুরী !
------------------------------------------------------------------------
পরিচিতি ::--হুগলি জেলার আরামবাগের এক প্রত্যন্ত গ্রাম শীতলপুর । এই গ্রামেই 14 ই জানুয়ারী , 1983 সালে এক দরিদ্র পরিবারে  জন্ম । জেদ এবং অধ্যবসায়ে ইংরেজিতে স্নাতক ।  বর্তমানে পেশায় একজন শিক্ষক । ছোটবেলা থেকেই লেখার প্রতি অসীম আগ্রহ ও হাতেখড়ি ।  আজ পর্যন্ত যা সচল । প্রথম লেখা প্রকাশিত হয় কবি দেবাংশু চক্রবর্তী সম্পাদিত ' দ্য তথ্যায়ন'  পত্রিকায় । প্রথম কাব্যগ্রন্থ 'পেন্ডুলামটা দুলছে'।  যা 2008 সালে প্রতিভাস প্রকাশনী থেকে প্রকাশ প্রকাশ পায় । সৃজন , মানভুম সংবাদপত্র ,  ,আর্থিক লিপি , দৈনিক যুগশঙ্খ , ঈশ্বরকণা , শ্রীময়ী , বৈঠকি আড্ডা , শব্দ সাঁকো ,  কলেজস্ট্রীট , উদ্ভাস , সময় সংকেত এবং দৈনিক বজ্রকন্ঠ (ত্রিপুরা ),ধানশালিক (বাংলাদেশ ), প্রভৃতি পত্র পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে । প্রিয় কবি জীবনানন্দ দাশ এবং শক্তি চট্টোপাধ্যায় । লেখার অনুপ্রেরনা কবি ও ছড়াকার সাধন বারিক ।  ভালোবাসি ছবি আঁকতে এবং ভ্রমণে যেতে ।



...

No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি