ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 29 June 2018

দিবাকর মন্ডলে'র দুটি কবিতা

১) ভাগাভাগি

~দিবাকর মন্ডল

 

সবকিছু ভাগ হয়ে গেছে

একান্নবর্তী পরিবার থেকে দেশ,

চাঁদ- মঙ্গল’ এর মাটিও নিস্তার পায়নি

ভাগ হয়ে গেছে শেষমেশ।

 

ভাগ হয়ে গেছে মানুষ

হিন্দু- খ্রিষ্টান- মুসলিম- বুদ্ধ- শিখ,

ভাগ হয়ে গেছে আহার- বিহার, সংস্কৃতি

একজনার কাছে ঠিক আর একজনার বেঠিক।

 

ভাগ হয়ে গেছে রাজার আদেশ

বহুদলীয় রাজনীতি

দলের মধ্যে দলাদলি

লক্ষ থেকে বিচ্যুতি।

 

ভাগ হয়ে গেছে শরীর

ধর্মের মড়কে জব্দ,

যখন ধার্মিক বলে, ধর্ম আমার প্রকাশ্যে নয়

অন্তরে উপলব্ধ।

 

আসলে সবাই বাঁচে নিজের জন্য

সবার জন্য নয়,

তখন থেকেই ভাগ হয়েছে

নাম-ধাম- পরিচয়।

 

মন্দির- মসজিদ’ এ ভিড় জমেছে

নেই শুধু ঈশ্বর,

মনের ভিতর দৈববানী

আমাকেও ভাগ কর।

 

পূজা- পার্বণ, আজান- প্রার্থনা

সবকিছু আজ বৃথা,

কারণ ভাগাভাগি করে হাতে তুলেছি

কোরান- বাইবেল- গীতা।  



২)গোপন  

 

সুর হল ঝর্ণাধারা

স্নানের ঘরে জলের ফোয়ারা,

তোমার নগ্ন শরীর ভিজছে চেয়ে

রূপে-গুণে অপ্সরা।

 

কথা হল জলের কণা

তপ্ত শরীর নিয়ে আলোচনা,

তোমার ছোঁয়ায় পুড়ছে কথা

সুর তাই বাস্পকণা।

 

গানে তাই ঝরছে আগুন

চোখের পাতায় ছুঁয়েছে ফাগুন,

জোয়ার এসেছে নদীর জলে

পাহাড় ঢেউ খাচ্ছে দারুণ।

 

আমি গান বাঁধব না

কাউকে কিছু বলব না,

মুহূর্তটা গোপন থাক

উত্তেজনা বাড়াব না।     



No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি