ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 3 August 2018

আমার গ্রাম

আমার গ্রাম
~অনুপ হালদার


কত  দিন  পরে
          আজ  যাব ফিরে
আপনার  ছোটো  গাঁয় ,
       ফিঙে  বুলবুলি
যেথা  করে  কেলি
    টিয়া  বসে গান  গায় ।
কল   কল  ছন্দে
       আপন আনন্দে, 
বয়ে যেথা  নদী ইছামতি ।
       যেখানে সবুজ ঘাসে
ভোরের  শিশির এসে,
    গেঁথে  দেয়  মুক্তার মালা ।
যেখানে পল্লীবালা
      ধুলা মেখে করে খেলা ,
ভুলে গিয়ে দিন  কিবা রাতি ।
   যেখানে তুলসী তলে
সন্ধ্যা প্রদীপ জ্বলে ,
    শোনা যায় আজানের সুর ।
পল্লী ললনা  চলে -
     শরমে মুখ না তুলে ,     রিনি ঝিনি বাজে তার চরণ  নূপুর ।
যেখানেতে  পিক তানে
  গান আনে প্রাণে মনে
সেখানেতে যাব ফিরে আমি ,
যেখানে কিশোর বেলা
খেলেছি কত যে খেলা
সে মাটিকে শতবার নমি ।
            ________
      
                    -  অনুপ হালদার

No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি