ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 3 August 2018

দীপঙ্কর পাড়ুই'য়ের দুটি কবিতা

১)।। সেমিকোলন ।।
  ~দীপঙ্কর পাড়ুই

একা একটা গাছের তলায় বসে থাকে সময়
শুধু বসে থাকে।
বসে থকে মফস্বল
সেমিকোলন অবস্থান আমাদের ।
অধিবাস্তব ঘরবাড়ি উড়তে উড়তে
উপনিবেশ মরে যায়।
একা একটা গাছের তলায় বসে থাকে সময়
শুধু বসে থাকে
সেমিকোলনের মত ...


২)।। মানতের ঘোড়া ।।
  

আমি সেই মানতের ঘোড়া যে পড়ে থাকে চন্ডীমন্ডপে
গায়ে সবুজ শ‍্যাওলা পড়া স্থবিরতা ভালোবাসে
নির্জন গাছতলায় পাহাড়া দেয় মানতের ঘোড়া ।
দড়িঝোলা দড়িঝোলা ঝুলে থাকে মানতের ঘোড়া
মানত আর মানুষের মাঝে ঘোড়া এক সমন্বয় সাধন
সময় অসময় আমাদের পালটাতে হয় জীবনের ধরন-ধারন।


No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি