ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 3 August 2018

রাণা চ্যাটার্জীর দুটি কবিতা

    ১) কে আমি !
             রাণা চ্যাটার্জী

মধ্যরাতে মশকিনীর রক্তচুম্বনে ভাঙ্গলো ঘুম ,
পাড়ার দামাল ক্রিকেট বলের দস্যিপনার
স্মৃতি চিন্হ গায়ে মেখে গ্রিল বারান্দার      এবরো খেবরো কাঁচ,রাগী দৃষ্টিতে যেন
                   আমায় কিছু   বলতে চাইছে !

এক চিলতে অগোছালো ঘরের নোনা ধরা কার্নিশ ,
জাঁকিয়ে বসতে চাওয়া শ্যাওলা কে অবজ্ঞা , উপেক্ষায় পুর্ণিমার মোহময়ী জ্যোত্স্নাকে আপনকরে ডেকে এনেছে ফুল ছাপ চাদরে।

হটাত্ই দমকা ঝড়ো হাওয়ার মাতন ,
কোন অছিলায় ঘরে ঢুকে সব তছনছ , নাড়িয়ে দিয়ে গেলো থমকে যাওয়া,
                  নিশ্চল আমার হৃদস্পন্দন !

সব গুলোই বড়ো জীবন্ত যেনো ,
কেবল এই প্রাণ হীন স্থবির আমি ছাড়া !
পঞ্চভূতে বিলীন হয়ে কবেই অস্তমিত ,
বড়ো প্রিয় শরীরী খোলস মায়ার বাঁধনে
                      সাঁতার কাটে ভাবনায় ।
                    * * * * * * *

       ২) জীর্ণ তক্তা
               রাণা চ্যাটার্জী

ভিজে কাঠের পুরোনো জীর্ণ তক্তা
সোঁদা মাটির গন্ধ গায়ে মেখে অবিশ্রান্ত
                        ধারায় ভিজেই চলেছে, বাড়ির বটবৃক্ষ মানুষটার মতো ঝড় 
            ঝাপটা ,ঘাত প্রতিঘাত সামলে ।

মরচে পড়া পেরেকের অস্তমিত দম্ভ
     রোগ গ্রস্থ মানুষের প্রতিবিম্ব স্বরূপ !

মৌন মুখর ঝড়ো বাতাসের গোত্তায় ,
         সাথ দিয়েছে বাড়ন্ত বৃষ্টির তীব্রতা।
              ভিজেই চলেছে জীর্ণ তক্তা
শত সহস্র স্মৃতি ,গল্পের কোলাজ রোমন্থনে!






No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি