ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 10 August 2018

মেয়েটি

মেয়েটি
~সুদীপ ঘোষাল

ওকে ধর্ষণ করতে পারেনি
ও শুধু বলেছিলো
বাপের বেটা হলে
একে একে আয়....

ওরা পালিয়েছিলো
কথার অর্থটা বুঝতে পারে নি
মেয়েটা তার বিয়ে করা মেয়েটা নিয়ে
সোনাগাছির পাশে বাসা ভাড়া নিয়ে আছে

বেপরোয়া মেয়ে,তার এক কিলে কেলিয়ে যায় পুরুষ
অতসব নারী স্বাধীনতার বুলি কপচায় না
খায় দায় আর নিজেরটা বুঝে নেয়
চোখের সামনে অন্যায় দেখলে জান লড়িয়ে দেয়

অতসব বই পড়ে না মেয়েটি
তবু বই পড়া কোনো পাগল দেখলে
বই কিনে দেয়
পৃথিবীটা হাতের মুঠোয় করে চলে মেয়েটি
বশ করার বাক্য ওর চোখে মুখে
রাতে ওর কিন্তু মেয়ে শরীর  আর একটা মেয়ে শরীরে সেঁধিয়ে যায়
নব প্রভাতে ও পৃথিবী জাগায়...

No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি