ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 10 August 2018

মানুষের চাহিদা

মানুষের চাহিদা
~সত্যস্বরূপ গোস্বামী

মানুষ যখন সন্তান চায় পুত্রই চায় প্রাণপনে
কিন্তু যখন বিয়ে করবে তখন ভাল মেয়ে লাগে
প্রেম করবে বান্ধবী চাই, বড় করতে মা লাগে
কিন্তু যখন সন্তান চাই মেয়ে যেন না আসে
আবার যখন ঠাকুর পূজি দুর্গা লক্ষী সরস্বতী
তখন সবাই নোয়ায় মাথা মনের ভয়ে প্রাণপনে
মাটির মূর্তি দেদার ভক্তি দেখায় সবাই একমনে
কিন্তু যখন সন্তান চাই মেয়ে যেন না আসে
পুত্র করে বংশ রক্ষা মেয়েরা কি তাই করতে পারে?
বিয়ের পরে পর হয়ে যায় তখন কি আর নিজের থাকে
মেয়ে মানেই কাধের বোঝা
খরচ হবে একগাদা
পুত্র কমায় বাপের বোঝা এই আশাতে সবাই থাকে
তাই যখন সন্তান চাই মেয়ে যেন না আসে
পুত্রকামী মানুষ গুলো ভুলতে চাইছে প্রাণপনে
গর্ভধারণ করবে মেয়েই পুত্র কি তা করতে পারে?
এরপরে ভাই এমন হল মেয়ে গুলো সব হারিয়ে গেল
তোমার যদিও পুত্রই চাই গর্ভ তখন কোথায় পাবে?

No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি