ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Saturday, 11 August 2018

উজ্জ্বল উপস্থিতি


উজ্জ্বল উপস্থিতি
~সুমন দাস

এখন তুমিও শান্তিনিকেতন

তুমিও ছাতিমতলা, ছায়াঘন পথের পথিক;

বিরক্তির অবশেষে স্বস্তি সাঁওতাল পাড়ার গলি-পথে।

তুমিও এখন শুভ্র পোশাক, বুধবার মন্দিরে;

পছন্দ করো রবীন্দ্র-কবিতার পংক্তি, গানের সুর।

পাতাঝরা পথে বকুল-বীথিতে ভিখারীনির হাতে তুলে দাও মূল্যবান সম্পদ;

পাঠভবন, চা-চক্র পথে এখন তোমার চলাচল।

উপস্থিতি সংগীত ভবনে অনুষ্ঠানের মহরায়। 

যুবতী-সন্ধ্যায় অভিন্ন আড্ডা ধুম্র পানের অভ্যেস,

সঙ্কোচহীন তুমি তাই ‘আধুনিক’।

যদিও তুমি ছেড়ে দাও ওসব কথা...না বলা।

গোধুলি-সন্ধ্যা-রাত একাকার হয় কখনও পূর্ণিমায়,

হয়তো দেখেছো

হঠাৎ ওপথে ফিরছি আমি,  সঙ্গে বন্ধু কথাকার।

আকাশে তখন পূর্ণ চাঁদের চিত্র চমৎকার,

আর মনে পড়ে কবি বলেছেন ‘পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’।

তথাপি, ভুলে থাকি তার সৌন্দর্যে

আর শোনা হয় নাকো কথাকার বন্ধুর গল্প, বুলেটিনের শেষ কটি পংক্তি

যেহেতু, উজ্জ্বল উপস্থিত তুমি হৃদয়ে আমার।।

No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি