ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Thursday 13 September 2018

অভিযোজন

অভিযোজন
~রাণা চ্যাটার্জী

নিজেকে বদলাতে বদলাতে অন্যের কাছে 
              গ্রহনীয়তা বজায় রাখা কি আদৌ কোনো সমাধান সূত্র দেয় স্বাচ্ছন্দের ,বীজগণিতের  মতো!

জীবন টা উপপাদ্য,সম্পাদ্যের মতো মোটেও নয়, যে এর শেষে মিলে গিয়ে আসবে তৃপ্ততার হাসি।

তবু অদল বদলের দিন বদলে নিজেকে ক্রমশ হারিয়ে ফেলার ভয়ে বদলাতে বদলাতে সত্যিই,
ক্ষয়িষ্ণু হয়ে যাওয়া তুমি, আদতে হেরেই বসে থাকো নিজের আদি অকৃত্রিম আদলের কাছে।

নাই বা বদলালে নিজেকে,দিন বদলের  বহুরূপী রঙে,
কি যায় আসে,তোমার তুমিত্ব কে বিসর্জন দেওয়া যার জন্য ,সেই যদি তোমার অভিযোজন ক্ষণে
                                          পুনরায় বদলে যায়!

No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি