স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।
Friday, 14 September 2018
তারা- অনামিকা দত্ত
তারা
~অনামিকা দত্ত
বড় অদ্ভুত চোখের তারা দুটি
বিশাল আকাশটার সহস্র তারাকে
বেঁধে ফেলে নিজের করে।
কখনো ভাষাহীন, বাক্যহীন, শব্দহীন ভাবে,
বলে ওঠে কত কথা;
অথবা নিষ্ঠুর ভাবে ছুরি বসায়
কোনো এক পাগল প্রেমিকের বুকে!
বানান ভুল কেন এখানেও? ����
ReplyDeleteনারীর সৃষ্টিকে উর্বর করুক প্রেমিকের বুকের রক্ত
ধুয়ে যাক কিছু পাপ। সৃষ্টির দখল নিতে আসা পুরুষ অন্তত একদিনের জন্য মানুষ হয়ে উঠুক,
প্রেমিকের রক্ত মেখে, তারাও প্রেমে পড়ুক।