ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Thursday, 13 September 2018

কবিতা তোমার কবিতা আমার

#কবিতা_তোমার_কবিতা_আমার
~শুভদীপ চক্রবর্তী

তোমার কবিতা উৎকর্ষে ভরা
হয়েছে স্কুলের পাঠ্য,
আমার কবিতা সুন্দর ভীষন
যুক্তিতে অকাট্য।।

তোমার কবিতা বইয়ের পাতায়
ছবির মোড়কে মোড়া,
আমার কবিতা শুরু আর শেষ
মুখ-বইএ, বইএ ঘোরা।।

আমার কবিতায় প্রেম প্রেম ঘ্রাণ
হৃদয়ে হৃদয়ে মিলমেশ,
তোমার কবিতায় খান খান হৃদে
শব্দ প্রলেপ অবশেষ।।

আমার কবিতা বলতে না পারা
রোজকার সত্য কথা,
তোমার কবিতা মন ছুঁয়ে বোনা
শব্দ সুতোর কাঁথা।।

কবিতা আমার, কবিতা তোমার
কবিতা চিরন্তন,
কবিতা কাঁদায় , কবিতা হাসায়
তোমার আমার মন।।

No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি