ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday 3 August 2018

শাওনা

শাওনা :
--------------------© সোহাগ

কোলকাতার অভিমান হলে, আকাশে মেঘ জমে।
সকাল, দুপুর, বিকেল ছাপিয়ে, বৃষ্টি পড়ে অবিরত।

জল জমতে থাকে, এগলি, ওগলি, এ রাস্তা, সে রাস্তা....
প্রেমিকের ছাতা উড়িয়ে, হুড়মুড়িয়ে বৃষ্টি নেমে আসে প্রেমিকার শরীরে।
কাকগুলো প্রচন্ড ভিজে, আশ্রয় খুঁজে নেয় পাতার তলায়....
যানজট বাড়ে রাস্তায়..... বৃষ্টি ও......

মন ভাঙে কারো, কারো মন জুড়ে যায় অন্যতে....

খিচুড়ি, ইলিশ, স্যাডসং....  শহুরে মানুষ গুলো, দিব্যি কাটিয়ে নেয় দিন টা।

অনেক রাতে, কোলকাতার কান্না পেলে,

শহর জুড়ে শ্রাবণ নেমে আসে।।

No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি