ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Friday, 1 June 2018

কিছুটা অলৌকিক


কিছুটা অলৌকিক
           শোভন মণ্ডল

আচমকা নেমে আসছে গভীর জ্যোৎস্না
রাত জেগে জেগে ক্লান্ত হয়ে পড়েছে কয়েকটি নার্সিসাস
যে বেশ্যা এখনও বিছানায় ছোঁয়নি কাউকে
তার দীর্ঘশ্বাস থেমে যাচ্ছে খাদের চরম সীমায়
সালভাদোর দালির মতো একটা ক্ষত বিক্ষত লোক শুয়ে আছে গাছের নীচে
গাছ মানে এখানে শুধু ছায়া
তার বেশি কিছু নয়
বহুক্ষণ ধরে পচা লাশের গন্ধ ছড়িয়ে আছে এখানে ওখানে
অথচ কোথাও কোন মৃতদেহ দেখা যাচ্ছেনা
সোঁদামাটি শুধু গায়ে মাখছে আগাছার জন্ম
আর বহুদূর থেকে ভেসে আসছে ভাঙা জাহাজের অলৌকিক কান্না।


No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি