ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Thursday 10 May 2018

দোতারা

দোতারা
                                 মহাজিস মণ্ডল
আমার অন্যমনস্কতার ছায়া দাগগুলো পেরিয়ে দেখি
অবনত জলের কাছে দাঁড়িয়ে আছে চাঁদ
যায় কোনো শক্র নেই যায় কোনো শক্র হয় না কোনোদিন
আয়নার সামনে দাঁড়ালে আয়না ও সামনে আসে
আয়নার নিজস্ব কিছু ভাষা ও তোমার ভাষাতে
নিজস্ব অবয়ব রেখায় রঙ ছড়িয়ে হাসে
এই তো তোমার হাত ছুঁয়েছি আমি
নিয়ত বাস্তবের ঘুম ভাঙিয়ে পরিচিত আকাশে
প্রজাপতির মতন ঝাঁকে ঝাঁকে উড়ছে ঘড়ি
আমার দোতারা আর বাজে না প্রতিদিন
তার বড় অসুখ করেছে মানুষের মতো বড় অসুখ....
    
                            -০-
মহাজিস মণ্ডল
২৭,শহীদ পূর্ণেন্দু নগর
ঠাকুরপুকুর
কলকাতা-৭০০০৬৩

No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি