ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Thursday 10 May 2018

বৃষ্টি ভেজা স্মৃতি

বৃষ্টি ভেজা স্মৃতি
                
                 --অভিনব বন্দোপাধ্যায়

কবি নই তাই কবিতা আসে না বৃষ্টি দেখে,
কিন্তু খুব মনে পড়ে তোমায় ।
মনের মাটি তো তুমি ভিজিয়ে দিয়েছিলে
স্মৃতি গুলো ই আজ মনে রাখার একমাত্র সহায় ।।
মনে পড়ে এই বৈশাখের বেশ কয়েক বছর আগে,
যখন আমরা কাছাকাছি এসেছিলাম মনে মনে..
বেপরোয়া সেদিনের কথা গুলোই তো ,
শান্তনা দেয় দিনে দিনে ।।
বৃষ্টি থেমেছে ,মাটিতে একটা গভীর দাগ,
অনেকটা আমার মনের মতো  ।
যে দাগটা তুমি কেটেছিলে,
ওই দাগটাই তো একদিন মনকে করে তুলেছিল ক্ষত বিক্ষত ।।
কোথায় গেছো জানি না ,
হয়তো আর আগের মতো ভাবনায় আর আসি না ।
তুমি এখনও ঘুরে বেড়াও আমার মনে,
তবু আমিও আর মিথ্যে আবেগে ভাসিনা ।।
ক্যানভাসের ফ্রেমে এখনও মিথ্যে শান্তনা আঁকি,
তুমি নাহয় বৃষ্টি ভেজা আমোদ মেখো ।
খুশিতে থাকার মুখোশ নিয়ে মুখ ঢাকি আমি ,
তুমি কেবল  আনন্দে থেকো ।।

No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি