ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Thursday 3 May 2018

তাজমহল

তাজমহল
~সামিম আলতাফ
........................................
প্রতিরোধের নিশ্ছিদ্র সীমান্ত শিবীরের
সার্থকতা এড়িয়ে, দূর্বার মনের গহনে
ছায়া ফেলে উদ্ভাসিত অতীত।
অবচেতন স্মৃতির দর্পণে ভেসে ওঠে
নবম বসন্তের পলাশ-রাঙা মুখ,
স্মৃতির সঞ্চয়ীতা ভরে ওঠে রোদন-ভরা বসন্তের
বিষণ্ণ সঙ্গীতে।
বিবেকের কারাগারে বন্দী-সত্তা নির্নীমেষ, নির্লজ্জ
দৃষ্টিতে চেয়ে থাকে,মহুয়ার মদির স্বপ্ন, মেহেদী-
রাঙা অনুভুতি আর সোনার হরিণের আকাঙ্খার- সমাধির উপর গড়ে ওঠা জ্যোৎস্না-রাতের
তাজমহলের দিকে।
স্মৃতি তুমি বেদনা,রিক্ত হৃদয়ের অব্যক্ত ফরিয়াদ
হয়তো বা অর্থহীন ইথারীয় তরঙ্গে গঠিত-
শব্দগুচ্ছের মতো কিংবা হতেও পারে
আকষ্মিকতার স্বগতঃ রোমন্থন।

ঠিকানা- বালিপুর,হুগলী

No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি