ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Thursday 3 May 2018

মানবতা

//মানবতা//
~নাজেশ আফরোজ

নিতে থাকো রোজ চামড়া পোড়া ঘ্রাণ,
যত্ন করে উপড়ে ফেলো শির,
লাল স্রোতেতে মনের সুখে স্নান;
জমতে থাকুক মুন্ডু কাটা ভিড়।

জিহাদ জ্বরে কাঁপছে গোটা দেশ
সেই সুযোগে কেউ প্রচার করে ভোট,
সন্ত্রাসী তো এদেরই ছদ্মবেশ;
এরা যতই ফোলাক সহিষ্ণুতার ঠোঁট।

কারো পেয়ালা খালি, কাঁদছে উঠোন;
ভেজা চোখে শুধুই ছেলের খোঁজ।
কারো পেয়ালা জুড়ে হিংস্র চুম্বন,
পোড়া মাংসে আয়েশি নৈশভোজ।

কিছু এঁটো সান্তনা ক্লান্ত মাথা খুঁজবে,
শক্ত হবে মুষ্টি বদ্ধ অঙ্গিকার,
গলা ফাটিয়ে মানবতার আওয়াজ তুলবে
পরের দিনেই পশম গায়ে যে যার।

এবার কুলুপ আঁটি আমরা আদুরে সন্তান,
বোকা বাক্সে চোখকে করি স্থির,
লাল স্রোতেতে মনের সুখে স্নান;
জমতে থাকুক মুন্ডু কাটা ভিড়।

বালিপুর, হুগলী

No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি