ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Thursday 3 May 2018

লালবর্ণের শিলালিপি

লালবর্ণের শিলালিপি
~শুভদীপ সেন
    *******************

লাজুক যখন চোখে তখন সর্বনেশেই ধর্ম জ্বর
রাত সততায় ঝড় উঠেছে বিভক্ত ও নশ্বর।

দস্যিপনা'র দুধের সর,দেবদাসী'তে ভক্তি
পিতা যখন পিতৃতন্ত্রে,মুদ্রাদোষে বিপত্তি?

ভয়ে'তে আকাশ নিচেই ছিলো,চিঠি দিলেই আসত
তবুও আমার আমজনতা পুষ্টি'র ক্ষেপনাস্ত্র

ইন্দ্রজালের ভাগ্যবিধাতা জরায়ু'র শীতে বন্য
কাশ্মীর যদি ভারতীয় আজ;কাশ্মীরা নিশ্চিহ্ন।

পথ জাগছে,জেগে গিয়ে রোজ রোজগেরে সাজছি
মুঠো ভরেও কালো চামড়ায় কাটাকুটি শুধু খেলছি

চাইলে পাতাও বন্ধুয়ানি,চাইলে বাজাও জঙ্ঘা
জাতীয় মাছি,কবিতা লিখি।আদপে লবডঙ্কা!

~চুঁচূড়া, হুগলী

No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি