ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Thursday 14 June 2018

অপ্রকাশিত

অপ্রকাশিত
      
      ©অভিনব বন্দোপাধ্যায়

জানালায় মন ঠেকিয়ে রাখি,দৃষ্টি তখন কোথাও দুরে ।
তোমার গানে খেয়াল খুশি,গাইছি তবুও তোমার সুরে

বেশ তো আছি আলসেমিতে,দিনেরাতে একটানা
আমার মশালে আলো কম,অন্ধকারের আস্তানা ।

অভিমানে চোখ ভিজে গেছে,রুমাল খুঁজি গোপনে গিয়ে ।
তোমার চিঠি বেশ আবেগী,পড়ছি এখনও যত্ন নিয়ে ।

লেখার কথা অনেক ভাবি,মুখে কেবল কবিদের নাম ।
নিজের সাথে মানিয়ে নিয়েও ছদ্মবেশী দরদাম ।

সকালের সুর্যের অপেক্ষায় থাকি,উঠেছি সেদিন খুব ভোরে ।
তোমার গল্প বড্ড হিসেবি,ঘুরেছি মনখারাপের দফতরে ।

তোমার জন্যই ছন্দ খোঁজা,কবিতা যেন নদীর বাঁক ।
কারনটাই হারিয়ে যখন,লেখাগুলো অপ্রকাশিতই থাক ।

No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি