ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Thursday 14 June 2018

মন্দিরা মিশ্রের দুটি কবিতা

১)
ভুলে ভরা  নাম _
~ মন্দিরা মিশ্র ।

ভুল , ভুল , ভুল , সবটাই পুরো ভুল ,
এবঙ্গে জন্মানোটাই সবচেয়ে বড় ভুল ।
কোথায় সেই সোনার বাংলা , কোথায় তার সোনার সন্তান ?
সোনার যুগের সোনার সন্তান , ভাবাটাই এখন বড় ভুল ।
ইতিহাস নিয়ে গর্ব করেই এতোদিন ছিনু মশগুল ,
ঘোর ভেঙে গেছে , চোখ খুলে দেখি , এখন সেসব হয়ে গেছে ভুল ।

হেথায় এখন রাঘব বোয়াল , বড় বড় হাঁ তাদের ,
হাঁ বন্ধ করতে যাওয়াও , সেযে চরম ভুল ।
দেশনেতার ধ্বজাধারী যত কাপুরুষের দল _
তাদের তালে তাল না দিলে , করবে আবার চরম ভুল ।
মহাজ্ঞানী , মহাজন , যে পথে করে গমন ,
সে পথেই চল সবে , নিজ যা কিছু , দিয়া বিসর্জন ।
নহিলে বুঝিবে হাতেহাতে , করেছিলে মহাভুল ,
সে ভুল শোধরাতে , করবে আরো কত ভুল ।

তাই সময় থাকতে গুছিয়ে নাও , নিজের আখের , নয়তো করবে আরেক ভুল ,
সে ভুলের নেইকো ক্ষমা , হয় ফাঁসী নয়তো চড়বে শূল ।
বালক তকমা-এঁটে করে যাও , যত রকমের ভুল ,
আছেতো মায়েরা , বুলিয়ে হাত , মাথায় বুলিয়ে বলবে , আহা , বাছারাইতো করে ভুল ।

এতো সুষ্ঠু-সুন্দর উপায় থাকিতে , তবু মিছে কেন কর ভুল ?
আহাম্মক , তাই এর পরেও তোমরা কর বারেবারে ভুল ।
ভুলতে হবে মহাপুরুষের বাণী , তার স্থলে দেশনেতার ভাষণ , অনেক দামী ,
একথা মাথায় রেখ , ভুলেও করনা সব ভণ্ডুল ।
হয়তোবা তোমারই একটি ভুলের অপরাধে ,
বংশ পরিচয় সবে চাপা পড়ে যাবে , জনতাও তোমা ভুলে যাবে ।
বুঝবে পরবর্তী প্রজন্ম , মহানেতার দেখানো পথ , অতিক্রম না-করার ভুল ,
ভুল থেকেই শিক্ষা নাও , করোনাকো আর অমন ভুল ।

বাংলা এখন কেবল ভুলে ভরা __
হেথায় রাঘব-বোয়াল চুরি করে , পুঁটি পড়ে ধরা ।

2)

হায় হায় কি দুঃসময় 
~ মন্দিরা মিশ্র ।
পথেঘাটে চলা এখন বেজায় যে দায় ,
বিপদ কখন ওৎ পেতে থাকে হেথায়-হোথায়_
জনতার হৃৎপিণ্ডে ধুকপুকুনি সকল সময় ,
হায় হায় কি দুঃসময় ।

তাজা ছেলে বাড়ীর বাইরে যখন যায় ,
মায়ের বুকটা ক্ষণেক্ষণে চমকায় আশঙ্কায়_
‘ছেলে আমার ফিরবেতো ঠিকসময় ?’
হায় হায় কি দুঃসময় য়।

হঠাৎ করে যেথাসেথা আমজনতার প্রাণটি যায় ,
কারণ কিতা কেউ জানেনা , বলি কেন হচ্ছে হায় _
মায়ের কাছে খবর আসে , ছেলে কোথাও নেই তোমার ,
হায় হায় কি দুঃসময় ।

আবার জাতক যদি কন্যাসন্তান হয় ,
বাবা-মায়ের ভয়-ভাবনা শতগুণ বেড়ে যায়_
কোন স্কুলে দেবে তাকে , কোনটা নিরাপদ ?
হায় হায় কি দুঃসময় ।

নবজাতিকা হোক কিংবা অশীতিপর বৃদ্ধা ,
সন্ন্যাসীনী হলেও তার রেহাই মেলা ভার_
নারীদেহ লোভী পশুদের সবাই হয় শিকার ,
হায় হায় কি দুঃসময় ।

ঘরেঘরে কুপুত্র এত কোথা হতে আসে ?
মায়ের শ্লীলতা হরণ করেও , দিব্যি তারা হাসে ।
আবার বাপও এমন আছে যারা কন্যাকে ভোগ করে ,
হায় হায় কি দুঃসময় ।

লাগে টাকা দেবে গৌরী সেনের মত লোক ,
পায়েপায়ে ঘুরে বেড়ায় , বাড়াতে সাপোর্ট ।
পড়াশুনা ভাতেপোড়া , ছেলে টাকার টোপই গেলে ,
হায় হায় কি দুঃসময় ।

এমনি করেই ঘরেঘরে তৈরী চণ্ডাল ,
টাকার লোভে মুখে কুলুপ , মা-বাবার দল ।
ছেলে যতই করুক মন্দ , দাদা আছে , কিসের ভয় ?
হায় হায় কি দঃসময় ।

গালে হাত দিয়ে মোরা হা-পিত্যেশ করি ,
কবে পাব পরিত্রাণ , হায় কযে করি ?
ঘুচবে কবে এমনধারা অতি দুঃসময়_
ভরবে পরাণ , শতকোটি জান , আসবে সুসময় ।।

No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি