ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Thursday 3 May 2018

বর্ষা হৃদয়

বর্ষা হৃদয়
সুদীপ ঘোষাল

প্রাচীন মুখুজ্জে পুকুরের পাড়ে সবুজের কোলাকুলি
পাতা থেকে পড়া রূপো রঙ বৃষ্টি ফোঁটা
আজও কিশোর হয়ে আছো কি হৃদয়?
কৈশোর চোখে ভাসে বিল্বেশ্বর আশ্রম
মাঠের শেষে মাঠ, হাঁটু জল ভাঙ্গা লড়াই
বন্যায় মরণ খেলায় ডুবুডুবু পানসি বাওয়া
আজও কি জেগে আছো নবীন হৃদয়?

শিলাবৃষ্টি চড়বড় গোটানো  প্যান্টের মায়া
হাতে স্কুল ব্যাগ অন্য হাতে ছাতার আড়াল
বড় টানে বর্ষার ইলশে গুড়ি লুকিয়ে ভেজা
পাউশের মাছ ধরা সন্ধ্যায় মায়ের হাতে খাওয়া
দাদুর ভূতের গল্প অন্ধকার মেঘ অবিশ্রাম বৃষ্টি গজল

এখনও জেগে আছো ঘরে ঘরে ভারতের বর্ষা হৃদয়...

সুদীপ ঘোষাল
নন্দনপাড়া,খাজুরডিহি, পূর্ব বর্ধমান ৭১৩১৫০মো৮৩৯১৮৩৫৯০০

No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি