ব্লগ সম্পর্কিয় কথা

স্বরচিত কবিতা এবং অনুগল্প পাঠান , সপ্তাহের সেরা নির্বাচিত লেখাগুলো ব্লগে পোস্ট করা হবে।

Thursday 10 May 2018

শুভাশিস দাশের দুটি কবিতা

কবিতা সাম্প্রতিক
--------------------------শুভাশিস দাশ
এখন মধ্যবিত্ত রাত হামাগুড়ি দেয়
চারপাশে জমাট অন্ধকার লাশ
শেষ কবে কোজাগরী দেখেছিলাম মনে নেই
সূর্য দেখাবে বলে যে প্রেম কথা দিয়েছিল
সে এখন নষ্ট চাদরে ঢেকে দেয় মুখ I
আমাদের যাবতীয় সুখ উবে গেছে
উবে গেছে দিনযাপনের আটপৌরে দস্তাবেজ
এই বাণপ্রস্থ আর কতদিন পরান কাকা ?
-------------------------------------------------
তোমার কাছেই নতজানু হই
-----------------------------------------
তোমার কাছেই নতজানু হই
তোমার কাছেই ফিরে আসি শিলাইদহে
স্বপ্ন জুড়ে জোড়াসাঁকো ছবি আঁকে
আমাদের অষ্ট প্রহর তোমাকে নিয়েই হে রবীন্দ্রনাথ !
আমাদের শিশু শিক্ষা তোমাকে ঘিরেই
কিশোর বেলার বীর পুরুষ তুমি
যৌবনের দূত হয়ে পথ দেখাও তুমি
তোমার কাছে ,একমাত্র তোমার কাছেই নতজানু হই হে দার্শনিক রবীন্দ্র নাথ !
--------------------------------------------------------
শুভাশিস দাশ
দিনহাটা ,কোচবিহার


No comments:

Post a Comment

সুগঠনবিশিষ্ট পোষ্টগুলি